দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানের ওপেনিং জুটিতে ছিলেন সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারিতে তখন শোনা যাচ্ছিল ‘বাবর, বাবর’ স্লোগান। বোঝাই যায় এই ক্রিকেটারকে উইকেটে দেখতে কতটা মরিয়া হয়েছিল দর্শকরা। কেননা দারুন এক কীর্তির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি।
এই ম্যাচে আর মাত্র ৯ রান করতে পারলেই বাবর আজম হয়ে যাবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। জয়ের রাতে এমন এক কীর্তি গড়ে সমর্থকদের আনন্দে ভাসাতে ভুল করেননি এই পাকিস্তানি ক্রিকেটার। ভারতীয় ব্যাটার রোহিত শর্মাকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন তিনি।
বাবর এদিন রোহিত শর্মাকে টপকে যেতেই উঠে দাঁড়িয়ে তাঁকে শ্রদ্ধা জানাল গাদ্দাফি স্টেডিয়ামের ভরা গ্যালারি। তিনি অপরাজিত ছিলেন ১৮ বলে ১১ রান করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের বর্তমান রান সংখ্যা সর্বোচ্চ ৪২৩৪। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন মাত্র ১২৩ ইনিংস। অপরদিকে দ্বিতীয় অবস্থানে থাকা রোহিতের নামের পাশে ১৫১ ইনিংসে ৪২৩১ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ ৫ রান সংগ্রাহক :
বাবর আজম ৪২৩৪ রান
রোহিত শর্মা ৪২৩১ রান
বিরাট কোহলি ৪১৮৮ রান
জস বাটলার ৩৮৬৯ রান
পল স্টার্লিং ৩৭১০ রান
এই তালিকায় বাবর রোহিতের পরেই আছেন আরেক ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তার ১১৭ ইনিংসে তিনি করেছেন ৪১৮৮ রান। এদিকে রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অবসর নিয়েছেন এই ফরমেট থেকে। তাই আপাতত বাবর আজমকে টপকে শীর্ষে ওঠার মত আর কেউ নেই।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/এফএএস