এশিয়ান কাপ বাছাইয়ের মূল লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচের একটি ভারতের বিপক্ষে, আর সেটি ঢাকায়। এই ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই সমর্থক ও খেলোয়াড়দের আগ্রহ মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে। আর প্রতিপক্ষ ভারতের সাথে ম্যাচ মানেই টানটান উত্তেজনা।
আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তার আগে ১৩ নভেম্বর প্রীতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। শুক্রবার থেকেই এই দুটি ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। ক্যাম্পের প্রথম দিন অনুশীলনে যোগ দেন ডিফেন্ডার রহমত মিয়া। তিনি জানিয়েছেন, হতাশা থাকলেও দলের সবাই এখন ভারতের ম্যাচ ঘিরে উজ্জীবিত।
রহমত বলেন, “এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারায় সবারই কষ্ট আছে। তবে যে ম্যাচগুলো চলে গেছে, তা নিয়ে ভেবে লাভ নেই। এখন আমাদের ফোকাস সামনে থাকা দুই ম্যাচে। বিশেষ করে ভারতের বিপক্ষে খেলা মানেই আলাদা উচ্ছ্বাস। সবাই অনেক রোমাঞ্চিত, সবাই চাইছে ভালো প্রস্তুতি নিতে।”
এদিকে গত মার্চে হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার পর থেকেই সমর্থকদের প্রত্যাশা ছিল বাংলাদেশ এবার শেষ পর্যন্ত লড়বে। কিন্তু মাঠের ফল ভিন্ন হয়েছে। দুই ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে। রহমত বলেন, “আমাদের টিম ভালো করছে, অনেক সম্ভাবনা আছে। কোয়ালিফাই করতে না পারলেও পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ পেলে সবাই আরও ভালো করার চেষ্টা করবে।”
নেপালের বিপক্ষে আসন্ন প্রস্তুতি ম্যাচ নিয়েও কথা বলেছেন তিনি। রহমতের মতে “যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খুবই দরকারি। যদি শক্ত প্রতিপক্ষ পাওয়া যায় ভালো, না হলে অন্তত সমমানের টিম হলেও হয়। প্রস্তুতি তো প্রস্তুতিই।”
স্থানীয় পর্যায়ের টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়দের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠলে রহমত বলেন, “আমার জানা মতে লোকাল টুর্নামেন্টে গিয়ে কেউ ইনজুরিতে পড়েনি। আসলে যখন আমরা এলাকায় যাই, স্থানীয় মানুষ চান আমরা যেন মাঠে খেলি। এটা সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বাধ্যতামূলক হয়ে পড়ে অনেক সময়।”
বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা বর্তমানে কুয়েতে থাকায় প্রথম দফায় পূর্ণাঙ্গ দল পাচ্ছে না জাতীয় দল। রহমত বলেন, “এটা সত্যি, একেক উইন্ডোতে একেক রকম পরিস্থিতি হয়। এখন কিংসের খেলা থাকায় কিছু খেলোয়াড় অনুপস্থিত। ১৪ জন এসেছে, আরও ১১ জন আসবে। হামজা আর শমিত পরে যোগ দেবে।”
কোচ হাভিয়ের ক্যাবরেরা কবে যোগ দেবেন-এই প্রশ্নে রহমত বলেন, “কোচ কবে আসবেন সেটা অফিসিয়াল ব্যাপার। আমরা এখন নিজেদের প্রস্তুতিতেই মন দিচ্ছি।”
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/টিএ