Connect with us
ক্রিকেট

গুঞ্জন কাটিয়ে আবারও জাতীয় দলের অধিনায়ক হচ্ছেন শান্ত!

Nazmul Hossain Shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব পাওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমেটেই নেতৃত্ব দিচ্ছিলেন নাজমুল হোসান শান্ত। তবে দলের ব্যর্থতার পর সকল ফরমেট থেকেই দায়িত্ব ছাড়েন এই টাইগার ক্রিকেটার। তবে শোনা যাচ্ছে আবারও জাতীয় দলে অধিনায়কত্বের দায়িত্বে ফিরতে যাচ্ছেন শান্ত।

বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস। আর ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। তবে শান্ত দায়িত্ব ছাড়ার পর এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। কেননা গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ লাল বলের ক্রিকেটের পর টেস্ট ফরমেটে আর খেলা হয়নি বাংলাদেশের।

এবার নভেম্বরেই আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে আলোচনা হচ্ছিল কে হবেন টেস্ট ফরমেটে বাংলাদেশের নতুন অধিনায়ক! এই আলোচনায় ছিল বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়ক মিরাজ ও লিটনের নাম। যেখানে এতদিন লিটনকে এই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল। তবে এবার সবাইকে ছাপিয়ে নাম এসেছে শান্তর।



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক দেশের এক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন টেস্ট ফরমেটে শান্তর অধিনায়কত্বে ফেরার বিষয়টি। তিনি জানিয়েছেন, প্রথম দফায় শান্ত দায়িত্ব নিতে রাজি না হলেও পরবর্তীতে সম্মতি দিয়েছেন। মূলত শান্তকে রাজি করানোর দায়িত্বে ছিলেন সেই বর্তমান বোর্ড পরিচালক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার।

বিসিবির ক্রিকেট অপারেশন্স থেকে শান্তকেই ফের টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে চাওয়া হচ্ছিল। কিন্তু তাদের ব্যর্থতার পর শান্তকে বোঝানোর দায়িত্ব পান সেই নতুন বিসিবি পরিচালক। সাবেক ওই ক্রিকেটার কয়েকদিনের চেষ্টায় রাজি করেছেন শান্তকে। ধারণা করা হচ্ছে, লম্বা সময়ের জন্যই সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন শান্ত। 

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ১৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ। লাল বলের এই সিরিজ থেকেই নতুন করে অধিনায়কত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন শান্ত। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানায়নি বিসিবি। দ্রুত ঘোষণা হতে পারে টাইগারদের টেস্ট দল।

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট