গতবছর জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় সরকারের। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। দুর্নীতি, জালিয়াতি, হত্যাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে সাকিবের বিরুদ্ধে।
সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। শফিকুল আলমের মতে, তার (সাকিব) মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না।
ঘটনার সূত্রপাত হয় সদ্য অনুষ্ঠিত হওয়া বিসিবি নর্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে নির্বাচিত গায়ক আসিফ আকবরের করা এক মন্তব্য থেকে।
গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়ে আকবর বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাবো কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’
আসিফের এমন মন্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে শফিকুল আলম লিখেছেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারী, চোর চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।’
এখন পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া জাননি সাকিব।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/এআই