 
																												
														
														
													নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলেছেন জেমাইমা রদ্রিগেজ। মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে ২৫ বছর বয়সী এই ব্যাটার খেলেন ১২৭ রানের অপরাজিত ইনিংস। তাঁর ব্যাটে ভর করেই ৩৩৯ রানের বিশাল লক্ষ্য ৯ বল হাতে রেখে টপকে যায় ভারত নারী দল যা তাদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
এই দুর্দান্ত পারফরম্যান্সের পর জেমাইমা প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তারও। এক ইনস্টাগ্রাম পোস্টে জেমাইমাকে উদ্দেশ করে মারুফা লিখেছেন, “জেমাইমা দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আপনি যেন আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যান এবং আরও বড় সাফল্য অর্জন করেন এই কামনা করি। ফাইনালের জন্য শুভকামনা।”
বাংলাদেশি পেসারের এমন আন্তরিক বার্তা নজরে আসে জেমাইমারও। মারুফার পোস্টের মন্তব্যে তিনি লেখেন, “মারুফা, তোমাকে ধন্যবাদ। তুমি নিজেই একটি অনুপ্রেরণা। তুমি যা করছো, তা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মেয়েদের জন্য প্রেরণাদায়ক।”
৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ভারতের নারী দলের এই ঐতিহাসিক জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন দেশটির ক্রিকেট তারকারাও। বর্তমান যুগের সেরা ক্রিকেটার বিরাট কোহলি এক্স হ্যান্ডলে লেখেন, “অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে মেয়েদের অসাধারণ জয়! জেমাইমার পারফরম্যান্স ছিল ধৈর্য, বিশ্বাস ও সাহসের অনন্য উদাহরণ।”
ভারতীয় ওয়ানডে ও টেস্ট অধিনায়ক শুবমান গিলও প্রশংসা করে লেখেন, “অদম্য মনোবল, দারুণ প্রচেষ্টা আর অসাধারণ ইনিংস জেমাইমার এই ম্যাচটা মনে রাখার মতো।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় মেয়েদের এই জয় শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত করেনি, নতুনভাবে আলোচনায় এনেছে নারী ক্রিকেট এবং ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা ও প্রতিযোগিতামূলক মান। আর সেখানে বাংলাদেশের তরুণ তারকা মারুফার আন্তরিক বার্তাও দুই দেশের ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে।
এদিকে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই আগেই ফাইনালের টিকিট কেটে রেখেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২ নভেম্বর মুম্বাইয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/টিএ
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	