 
																												
														
														
													বিশ্বকাপ মিশনে ব্যর্থতার পর মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। এবারের ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্টটিতে একটি মাত্র জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। পুরো টুর্নামেন্টজুড়ে একাধিক ম্যাচে বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করলেও জয়ের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।
আপাতত দেশে ফিরে কিছুদিন বিশ্রামে কাটাচ্ছেন নারী দলের ক্রিকেটাররা। এরই মধ্যে অনেকেই ঘরোয়া ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ভিন্ন পথে আছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও মারুফা। আসন্না এনসিএলে চোটের কারণে খেলতে পারবেন না তারা।
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মাঠে গড়াবে নারীদের এনসিএল টি-টোয়েন্টি। যেখানে অংশগ্রহণ করবেন ৮ বিভাগের ক্রিকেটাররা। তবে লম্বা সময় ধরে ক্রিকেট খেলা এবং ইনজুরির কারণে নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার আসন্ন এনসিএলে খেলবেন না। এই সময়ে তারা বিশ্রামে থাকবেন। সর্বশেষ বিশ্বকাপ চলাকালীন সময়ে মুম্বাইয়ে চিকিৎসক দেখিয়েছেন তারা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে মাঠের বাইরে থাকতে হবে।
এদিকে, ডিসেম্বরে ভারত সফরকে কেন্দ্র করে আবারও মাঠে ফেরার কথা রয়েছে জ্যোতি-মারুফাদের। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তবে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। সূচি ঠিক করা নিয়ে এখনো আলোচনা চলমান রয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে।
বিসিবির এক প্রতিবেদনে জানানো হয় আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী দল। ক্রিকবাজকে এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রস্তাবিত খসড়া অনুসারে ডিসেম্বরের ১৪-১৫ তারিখে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও দুই দেশের বোর্ড তা চূড়ান্ত করেনি, তবে আয়োজকদের (বিসিসিআই) কাছ থেকে ওই সময়ের কথা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানিয়েছে।’
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/টিএ
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	