 
																												
														
														
													ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে আরও তিন বছরের চুক্তি করেছেন লিওনেল মেসি। আগের চুক্তি অনুযায়ী ২০২৫ মৌসুম শেষে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটি তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে ২০২৮ সাল পর্যন্ত।
নতুন এই চুক্তিতে আগের মতোই লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) প্রকাশিত তালিকা অনুযায়ী, বেসিক বেতন ও সাইনিং বোনাস মিলিয়ে মেসির বার্ষিক আয় হবে ২০.৪৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫০ কোটি টাকা।
তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হলেন দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন। টটেনহ্যাম ছেড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের বার্ষিক আয় ১১.১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৩৬ কোটি টাকা)।
তৃতীয় স্থানে মেসির সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস। ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনিও। তাঁর বার্ষিক আয় ৮.৭৮ মিলিয়ন ডলার (প্রায় ১০৭ কোটি টাকা)। যদিও চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
মায়ামির আরেক স্প্যানিশ তারকা জর্দি আলবাও আছেন শীর্ষ দশে। মৌসুম শেষে তিনিও অবসরে যাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, নতুন ক্লাব মায়ামিতে যোগ দিলেও আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে দেখা যায়নি শীর্ষ দশে। তবে পারিশ্রমিকের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন ও সান দিয়েগো এফসির হার্ভিং লোজানো।
উল্লেখ্য, ৩৭ বছর বয়সী মেসি ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যে ব্যাপকভাবে এগিয়ে যায়। মাঠে ও মাঠের বাইরে তার উপস্থিতিই এখন এমএলএসের সবচেয়ে বড় আকর্ষণ। নতুন চুক্তির মাধ্যমে সেই সম্পর্ক আরও তিন বছরের জন্য দৃঢ় করল দুই পক্ষ।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/টিএ
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	