Connect with us
ফুটবল

অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক রোনালদো জুনিয়রের

রোনালদো জুনিয়র
রোনালদো জুনিয়র। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় পুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র এখন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মঞ্চে। বৃহস্পতিবার তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশনস কাপ টুর্নামেন্টে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলের হয়ে অভিষেক হয়েছে ১৫ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের।

অ্যান্টালিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে স্বাগতিক তুরস্ককে ২–০ গোলে হারায় পর্তুগাল। ম্যাচের ৯০তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন রোনালদো জুনিয়র। এর আগে স্যামুয়েল তাভারেস (স্পোর্টিং একাডেমি) ও রাফায়েল কাবরাল (ব্রাগা একাডেমি) পর্তুগালের হয়ে দুটি গোল করেন।

ফুটবলপ্রেমীরা যাকে আদর করে ডাকেন ‘ক্রিশ্চিয়ানিহো’ নামে, তিনি সম্প্রতি অনূর্ধ্ব–১৫ দলের হয়ে দুর্দান্ত সময় পার করে এসেছেন। সেই সাফল্যের ধারাবাহিকতাতেই এবার সুযোগ পেলেন অনূর্ধ্ব–১৬ দলে।



এর আগে চলতি বছরের মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ান রোনালদো জুনিয়র। সেবার ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গোল করে দলের ৩–২ ব্যবধানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

বর্তমানে রোনালদো জুনিয়র সৌদি আরবের ক্লাব আল নাসরের যুব একাডেমিতে খেলছেন যে ক্লাবে তাঁর বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন সিনিয়র দলে। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের বয়সভিত্তিক দলে খেলেছেন, যেখানে তাঁর ফুটবল প্রতিভার ঝলক আগেই নজর কেড়েছিল অনেক ফুটবল কিংবদন্তিদের।

ফেডারেশনস কাপের পরবর্তী ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল শনিবার খেলবে ওয়েলসের বিপক্ষে, আর মঙ্গলবার মুখোমুখি হবে ইংল্যান্ডের।

রোনালদো জুনিয়রের অভিষেকে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে ইতিমধ্যে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, বাবার মতোই ছেলেও ধীরে ধীরে তৈরি হচ্ছেন পর্তুগিজ ফুটবলের পরবর্তী বড় তারকা হিসেবে। এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতের তারকা হতে অনেকটাই এগিয়ে যাবেন তিনি।

এদিকে ৪০ বছর বয়সে এসে রোনালদো সিনিয়র নিজের ক্যারিয়ারে ৯৫০ গোল করে ফেলেছেন। পাঁচবার ব্যালন ডি’অর জেতা এই ফুটবল কিংবদন্তি এখন চোখ রাখছেন ২০২৬ বিশ্বকাপে। তার ছেলের সঙ্গে একসঙ্গে মাঠে নামা। বছরের শুরুতেই রোনালদো বলেছিলেন, ‘আমি চাই আমার ১৪ বছরের ছেলের সঙ্গে একসাথে খেলতে। দেখা যাক, কী হয়। আসলে এটা আমার চেয়ে ওর ওপরই বেশি নির্ভর করে।’

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল