 
																												
														
														
													নারী ওয়ানডে বিশ্বকাপে এতদিন আধিপত্য বিস্তার করে রেখেছিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের ১২ আসরের মধ্যে সর্বোচ্চ ৭ বারই তারা জয় করেছে শিরোপা। আর ৪ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড নারী দল। একমাত্র তৃতীয় দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে কেবল নিউজিল্যান্ড। এবার আসতে চাচ্ছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
কেননা সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে নারী দলকে। আর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে নিউজিল্যান্ড। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ভারত। উভয় দলই এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। তাই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে তারা।
গতকাল বৃহস্পতিবার রাতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে রেকর্ড গড়ে পরাজিত করেছে ভারত। তাদের দেওয়া ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে হারমানপ্রীতের দল। এতে মাত্র তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে এলো ভারত। আগের দুইবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে শিরোপা হারালেও এবার জিততে চাইবে দলটি।
এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে ইতিহাসে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে ১২৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে প্রোটিয়া নারীরা। প্রথমবার এই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জয়ের লক্ষ্য তাদের।
আগামী ২ নভেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের মেগা ফাইনাল। সাম্প্রতিক সময়ে ভারত পুরুষ দল উড়ছে দুর্দান্ত ফর্মে। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয় করে ভারত। এবার দেশটির নারী দলও ভক্ত সমর্থকদের বড় শিরোপা উপহার দেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/এফএএস
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	