 
																												
														
														
													চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে চতুর্থ অবস্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। অপরদিকে শীর্ষে থেকে অপরাজিত ভাবেই সেরা চারে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে সেই অজিদের বিশ্বরেকর্ড গড়েই সেমিতে পরাজিত করল ভারত। আর দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠল তারা।
গতকাল রাতে আগে ব্যাট করতে নেমে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। নারী ক্রিকেটে এত বড় লক্ষ্য তাড়া করে এর আগে ছিল না জয়ের কোন ইতিহাস। তবে এবার সর্বোচ্চ রান সফল ভাবে তাড়া করে জয়ের এক দারুণ বিশ্বরেকর্ড গড়ে জিতল ভারত। ৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নিল হারমানপ্রীতের দল।
এর আগে চলতি টুর্নামেন্টেই এই রেকর্ড নতুন ভাবে গড়েছিল অস্ট্রেলিয়া। সেটাও আবার ভারতের বিপক্ষেই। যেখানে ভারতের দেয়া সর্বোচ্চ ৩৩১ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছিল অজি নারীরা। এবার সেই বিশ্বরেকর্ড ভেঙে নতুন করে ইতিহাসের পাতা লিখল ভারতীয় নারীরা। এমনকি বিশ্বকাপের নকআউট পর্বের হিসেব করলে ২২১ রানের বড় টার্গেট এর আগে টপকাতে পারেনি কোনও দল।
এদিন বড় টার্গেট ডিফেন্ড করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। পাওয়ারপ্লেতেই স্বাগতিক ভারতের ২ উইকেট তুলে নেয় তারা। দুই ওপেনারকে হারানোর পর জেমিমা ও হারমানের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। তৃতীয় উইকেটে ১৬৭ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা। হারমান ৮৯ রানে ফিরে গেলেও ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন দলকে জিতিয়েছেন জেমিমা।
এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড নারী দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার তাদের প্রতিপক্ষ হিসেবে ফাইনালের মঞ্চে জায়গা করে নিল ভারত। এতে সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ৪ বারের শিরোপা জয়ী ইংল্যান্ড এবার বিদায় নিল সেমিফাইনাল থেকেই। নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্ব।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/এফএএস
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	