চলতি মৌসুমে রীতিমতো উড়ছে বায়ার্ন মিউনিখ। ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে ভাসাচ্ছে গোল বন্যায়৷ চলতি মৌসুমের সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছে দলটি। তাতে ইউরোপিয়ান ফুটবলে নতুন এক রেকর্ড গড়েছে এই জার্মান জায়ান্টরা।
ইউরোপিয়ান ফুটবলে ২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। তাতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের (প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা, লিগ ওয়ান) ক্লাবগুলোর মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে ক্লাবটি।
এতদিন এই রেকর্ডটি ইতালিয়ান ক্লাব এসি মিলানের দখলে ছিল। তিন দশকের বেশি সময় ধরে এই রেকর্ডটি অক্ষত ছিল। ১৯৯২-৯৩ মৌসুমে ইতালির ১৩ ম্যাচ জিতে এই রেকর্ড গড়েছিল এসি মিলান। দীর্ঘদিনের পুরোনো এই রেকর্ড অবশেষে ভেঙে দিল জার্মান এই ক্লাবটি।
গতকাল (৩০ অক্টোবর) রাতে জার্মান কাপে কোলনকে হারিয়ে এই রেকর্ড গড়েছে বায়ার্ন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোলনকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে বায়ার্ন। জার্মান জায়ান্টদের জয়ের রাতে জোড়া গোল করেছেন দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। এছাড়া একটি করে গোল করেন লুইজ দিয়াজ ও মাইকেল ওলিসে।
এই রেকর্ড গড়ার পথে জার্মান সুপার কাপ, বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপ প্রতিযোগিতায় খেলেছে বায়ার্ন। গত ১৬ আগস্ট জার্মান সুপার কাপে স্টুটগার্টের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছিল বায়ার্ন। এরপর ২২ আগস্ট রাতে কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে লিগ শুরু করে ক্লাবটি।
সবমিলিয়ে বুন্দেসলিগায় ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। আর চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে কেইন-দিয়াজদের দল।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/বিটি