চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে বরাবরের মতোই উড়ছে অস্ট্রেলিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে লিগ পর্বের সেরা দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল দলটি। এবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নেমে একটি নতুন রেকর্ড গড়ল টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দলটি।
নারী ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের বিপক্ষে সেমিফাইনালে সেঞ্চুরি করেন অজি ওপেনার ফোবি লিচফিল্ড। আর এই সেঞ্চুরির মধ্য দিয়ে চলতি আসরে ৬টি সেঞ্চুরি তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার নারী দলের ব্যাটাররা। নারী ওয়ানডে বিশ্বকাপের এক আসরে কোনো দলের এটাই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।
এতদিন এই রেকর্ডটি ইংল্যান্ডের দখলে ছিল। এর আগে দুই আসরে সর্বোচ্চ ৫টি করে সেঞ্চুরি করেছিলেন ইংলিশ মেয়েরা। ১৯৯৩ বিশ্বকাপে ৫ সেঞ্চুরি হাকিয়ে রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। এরপর দীর্ঘদিন টিকেছিল এই রেকর্ডটি। ২০১৭ বিশ্বকাপে ফের ৫ সেঞ্চুরি করেন ইংল্যান্ডের ব্যাটাররা। এবার অস্ট্রেলিয়া ১টি সেঞ্চুরি বেশি হাকিয়ে ইংলিশদের রেকর্ড ভেঙে দিয়েছে।
লিগ পর্বে অস্ট্রেলিয়ার হয়ে ৫টি সেঞ্চুরি করেন ৪ ব্যাটার। যেখানে ২টি করে সেঞ্চুরি করেন অধিনায়ক অ্যালিশা হিলি এবং অ্যাশলে গার্ডনার। যার মধ্যে হিলির একটি ইনিংস ছিল ১৪২ রানের, অপরটি ১১৩* রানের। আর গার্ডনার ১১৫ ও ১০৪* রানের ইনিংস খেলেন। বাকি একটি সেঞ্চুরি করেন বেথ মুনি (১০৯)।
লিগ পর্ব শেষে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন লিচফিল্ড। ৯৩ বলে ১৭ চার ও ৩ ছক্কার মারে ১১৯ রান করেন এই মারকুটে ওপেনার। আর তাতেই ইংলিশদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/বিটি