Connect with us
ক্রিকেট

বিপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িতদের নাম প্রকাশ করবে না বিসিবি

বিপিএলে ফিক্সিং
বিপিএলে ফিক্সিং। ছবি: সংগৃহীত

গেলো বিপিএলে বড়সড় স্পট ফিক্সিংয়ের খবর ভাসছিল দেশের গণমাধ্যমগুলোতে। সম্প্রতি ফিক্সিং নিয়ে ৯০০ পৃষ্ঠার পূর্ণ প্রতিবেদন হাতে পেয়েছে বিসিবি। 

তবে ফিক্সিংয়ের সাথে জড়িতদের নাম প্রকাশ না করে তাদের নীরবে খেলা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নাম প্রকাশ না করা নিয়ে শুরু হয়েছে আলোচনা – সমালোচনা। বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

বিসিবি পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ‘ বর্তমানে কাারো নাম প্রকাশ করা হবে না’। এখন প্রকাশ করা না হলে পরবর্তীতে ঠিক কখন আর কোন প্রক্রিয়ায় প্রকাশ করা হবে সেটি নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন এই সহ-সভাপতি।



স্পট ফিক্সিংয়ের পাশাপাশি আলোচনায় এসেছে স্বার্থের সংঘাত। শোনা যাচ্ছে আসন্ন বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত রয়েছেন বিসিবির অনেক পরিচালক।

অভিযোগের তীর রয়েছে বরিশাল, রাজশাহী ও নোয়াখালী দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানগুলোর দিকে।

স্বার্থের দ্বন্দ্ব নিয়ে শাখাওয়াত হোসেন বলেন, ‘এবার আমাদের প্রত্যেক পরিচালককে জবাবদিহিতার আওতায় আনা হবে। কে কোন দলের সাথে যুক্ত আছে তা পরিষ্কার করতে হবে।’

এ বিষয়ে আরো কথা বলেছেন সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। দ্বন্দ্বের বিষয়ে তিনি পরিষ্কার বলে দেন,’গভর্নিং বডির কোনো সদস্য কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে তাকে সভায় আমন্ত্রণ জানানো হবে না।’

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট