আইপিএলের গত মৌসুমে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের তিন বছরের চুক্তি শেষ হয়েছে। চন্দ্রকান্তের বিদায়ের পর দীর্ঘদিন ধরেই নতুন প্রধান কোচের সন্ধানে ছিল ফ্রাঞ্চাইজিটি। অবশেষে ২০২৬ আসর সামনে রেখে প্রধান কোচ নিয়োগ দিল তিন আসরের চ্যাম্পিয়নরা।
কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার অভিষেক নায়ার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে নায়ারকে প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।
কেকেআর জানিয়েছে, ‘২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অঙ্গ অভিষেক নায়ার। মাঠ ও মাঠের বাইরে তিনি আমাদের ক্রিকেটারদের তৈরি হতে সাহায্য করেছেন। তার ক্রিকেটবোধ এবং ক্রিকেটারদের সঙ্গে দারুণ সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। তাকে হেড কোচের দায়িত্ব নিতে পেরে উচ্ছ্বসিত কেকেআর। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে অভিষেক।’
২০২৪ সালে চন্দ্রকান্তের অধীনে দশ বছর পর শিরোপা জিতেছিল কলকাতা। দীর্ঘদিন পর তাদের ওই সাফল্যের পেছনে মেন্টর গম্ভীর এবং তার সঙ্গে কাজ করা অভিষেক নায়ারের কৃতিত্ব বড় করে দেখা হয়। তবে গম্ভীর জাতীয় দলের প্রধান কোচ হওয়ার পর কোচিং প্যানেলে নিয়োগ পান নায়ারও। তবে এই জুটি কলকাতা ছাড়া পর গত মৌসুমে চন্দ্রকান্তের অধীনে ভালো করতে পারেনি কলকাতা। যে কারণে কোচিং প্যানেলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় ফ্রাঞ্চাইজিটি।
চন্দ্রকান্তের বিদায়ের পর নতুন প্রধান কোচের খোঁজে ছিল কলকাতা। এই তালিকায় ছিলেন সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানসহ ছিলেন অনেকেই। তবে শেষ পর্যন্ত দেশি এবং পরিচিত কোচের হাতেই দায়িত্ব তুলে দিল ফ্রাঞ্চাইজিটি।
২০২৪ সালের জুলাইয়ে গম্ভীরের অধীনে ভারতের সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন নায়ার। তবে জাতীয় দলে এক বছরও স্থায়ী হতে পারেননি তিনি। ২০২৫ সালের এপ্রিলে তার সঙ্গে চুক্তি বাতিল করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর গত মৌসুমে নারীদের প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এবার আইপিএলে কেকেআরের দায়িত্ব পেলেন সাবেক এই ক্রিকেটার।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/বিটি