Connect with us
ক্রিকেট

টেস্ট ক্রিকেটে শত বছরের পুরনো রীতি বদলে দিচ্ছে ভারত

Duke ball controversy rages in India-England Test at Lord's
ভারতীয় টেস্ট দল। ছবি- ক্রিকইনফো

টেস্ট ক্রিকেটে শত বছরের পুরনো রীতি বদলে দিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাধারণত লাল বলের এই দেখা যায় দিনে তিন সেশনের খেলা। যেখানে মাঝে থাকে দুবার বিরতি। যার মধ্যে প্রথম সেশন শেষে এতদিন মধ্যাহ্নভোজের বিরতি থাকলেও এখন তার পরিবর্তে চা পানের বিরতি দিতে যাচ্ছে ভারত।

অর্থাৎ প্রথম সেশনের ৩০ ওভার শেষে আগে দেওয়া হবে চা পানের জন্য ক্রিকেটারদের বিরতি। যা থাকবে মূলত ২০ মিনিটের। এরপর দ্বিতীয় সেশনের খেলা শেষে মধ্যাহ্নভোজের জন্য রাখা হচ্ছে ৪০ মিনিটের বিরতি। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজে দেখা যাবে এমন নিয়ম।

মূলত দিনের শেষে আলোক স্বল্পতার কারণে প্রায়ই দেখা যায় শেষ সেশনের কিছু ওভার বাদ দিতে হচ্ছে। আর এমন ঘটনা এড়াতেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ৯টা থেকে। আর এই কারণেই মধ্যাহ্ন বিরতির আগে দেওয়া হচ্ছে চা পানি বিরতি।



প্রথম সেশনের খেলা চলবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। এরপর ১১টা থেকে ১১টা ২০ পর্যন্ত চা পানের বিরতি। দ্বিতীয় সেশন হবে সকাল ১১টা ২০ থেকে দুপুর ১টা ২০ পর্যন্ত। তারপর ১টা ২০ থেকে ২টা পর্যন্ত থাকবে মধ্যাহ্নভোজের বিরতি। দিনের শেষ সেশন হবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে সন্ধ্যার অনেক আগেই সমাপ্ত হবে দিনের খেলা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট কলকাতার ইডেন গার্ডেনে হলেও দ্বিতীয় ম্যাচটি হবে আসামের রাজধানী গৌহাটিতে। ভারতের এই রাজ্যে নভেম্বরের শেষ দিকটায় বেশ আগেভাগে সূর্যাস্ত হয়ে যায়। ফলে আলোর অভাবে ওভার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচতেই ম্যাচ শুরুর সময় আনা হয়েছে এই পরিবর্তন।

আগামী ১৪ নভেম্বর কলকাতা অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা হবে পরবর্তী ২২ নভেম্বর।

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট