জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন এবং সমর্থকদের কাছে দোয়া প্রার্থনা করেন।
সকাল ১১টা ১৪-তে রিয়াদের স্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন, রিয়াদ অসুস্থ। খবরটা দেখেই ভক্তদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ল।
ফেসবুকে তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাঁকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ খুবই দয়ালু। রিয়াদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”
জান্নাতুল কাওসার মিষ্টির পোস্টে একটা ছবিও ছিল যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন রিয়াদ।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, মাহমুদউল্লাহ রিয়াদ কিছুদিন ধরে ঠান্ডা-জ্বরে ভুগছেন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে রাখতে হয়েছে। দেবাশীষ চৌধুরী এটাও জানালেন, রিয়াদ তিন-চার দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন আগের চেয়ে তাঁর অবস্থা ভালো।
উল্লেখ্য, গত মার্চে মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। এরপর সর্বশেষ তিনি এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুই ম্যাচ খেলেছেন, সেখানে তার রান ছিল ৪৭। ৩৯ বছর বয়সে এসে মাহমুদউল্লাহ কেবল ঘরোয়া ক্রিকেটেই খেলেন।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/টিএ