Connect with us
ক্রিকেট

আবুধাবি টি–১০ লিগের পর্দা উঠছে ১৮ নভেম্বর

আবুধাবি টি-১০ লিগ
আবুধাবি টি-১০ লিগ। ছবি: সংগৃহীত

২০২৫ সালের আবুধাবি টি–১০ লিগ শুরু হচ্ছে আগামী ১৮ নভেম্বর থেকে। সংযুক্ত আরব আমিরাতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রায় দুই সপ্তাহব্যাপী এই আসরে খেলবেন বিশ্বের নামকরা টি–টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটাররা।

টি-১০ লিগের প্রথম দিনেই থাকবে দুটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কোয়েটা ক্যাভালরি ও নর্দার্ন ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটরস ও দিল্লি বুলস।

টুর্নামেন্টটি রাউন্ড রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রতিটি দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে প্লে–অফে।



২৯ নভেম্বর শুরু হবে প্লে–অফ পর্ব। প্রথম ম্যাচে (কোয়ালিফায়ার–১) লিগের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী সরাসরি ফাইনালে খেলবে, আর পরাজিত দল পাবে দ্বিতীয় সুযোগ। একই দিনে তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর ম্যাচে। এলিমিনেটর জয়ী দল উঠবে কোয়ালিফায়ার–২–এ, যেখানে তাদের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার–১–এর পরাজিত দল।

৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার–২ ও ফাইনাল। কোয়ালিফায়ার–২–এর জয়ী দল খেলবে ফাইনালে কোয়ালিফায়ার–১–এর বিজয়ীর বিপক্ষে। ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে এবারের আবুধাবি টি–১০ লিগ।

ফাইনালের পর অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা পারফর্মারদেরও সম্মাননা জানানো হবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে চালু হওয়ার পর থেকে আবুধাবি টি–১০ লিগ দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। সংক্ষিপ্ত ও দ্রুতগতির ফরম্যাটের কারণে এই লিগ এখন আন্তর্জাতিক ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এবারের আসরেও দর্শকরা দেখতে পাবেন ব্যাটে-বলে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। পাশাপাশি দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটাররাই খেলে থাকেন এই ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট