লা লিগায় কিছুদিন আগেও লামিনে ইয়ামাল ছিলেন দুর্দান্ত ছন্দে। গোল, অ্যাসিস্ট সবই ঠিকঠাকভাবে হচ্ছিল। হঠাৎ করেই যেন ছন্দটা হারিয়ে ফেলেছেন। বিশেষ করে রোববারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে ছিলেন একেবারে নিষ্প্রভ। ম্যাচ শেষে সবাই প্রশ্ন তুললো ইয়ামাল কি ফর্ম হারিয়ে ফেলেছে নাকি অন্য কোনো কারণ আছে?
চিকিৎসক পেদ্রো লুইস রিপোলি বললেন, ইয়ামাল আসলে এখনো পুরোপুরি চোটমুক্ত নন। পুরনো কুঁচকির ইনজুরিটাই আবার ভোগাচ্ছে তাকে। সেটাই নাকি তার পারফরম্যান্সে বড় প্রভাব ফেলছে।
রিপোলি আরও বললেন, “এই ধরনের চোট খুব জটিল। খেলোয়াড়ের গতি, শট সব কিছুই প্রায় অর্ধেক কমে যায়। ক্লাসিকোতেও দেখা গেছে, ইয়ামাল কম দৌড়েছে, শটও নিয়েছে কম। এই ব্যথা নিয়ে খেলা যায়, কিন্তু নিজের সেরাটা দেওয়া যায় না।”
জাতীয় দলের হয়ে খেলে ফেরার পরই আবার চোট বাধিয়েছেন ইয়ামাল। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক তখনই জাতীয় দলের ব্যবস্থাপনা নিয়ে কিছুটা ক্ষোভও দেখিয়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমেই দুইবার চোটে পড়লেন।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ইয়ামাল যদি এখন বিশ্রাম না নেন, ঠিকভাবে চিকিৎসা না হয়, চোটটা অনেক লম্বা সময় ধরে ভোগাতে পারে। রিপোলি স্পষ্ট করে দিয়েছেন যত্ন না নিলে কয়েক সপ্তাহ নয়, মাসের পর মাস লেগে যাবে সুস্থ হতে।
বার্সা ও স্পেন দুই দলের জন্যই খবরটা মোটেও ভালো কিছু না। কারণ, ইয়ামাল এখন কাতালানদের আক্রমণ বিভাগের সবচেয়ে বড় ভরসা। চোট থেকে দ্রুত না না সেরে উঠতে পারলে তা দুই দলের জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, কুঁচকির পুরনো চোট ফিরে আসার কারণে আবারও চোটে ভুগছিলেন লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পর তার এই চোট আবার দেখা দেয় এবং এর ফলে তাকে জাতীয় দলের হয়ে খেলা থেকে বিরতি নিতে হয়। তবে ক্লাব ও জাতীয় দলের মধ্যে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে টানাপোড়েনকে এই চোটের কারণ বলে মনে করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/টিএ