Connect with us
ক্রিকেট

বোর্ডের কাছে টি-টোয়েন্টিতে না রাখার ব্যাখ্যা জানতে চাইলেন রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান। ছবি: সংগৃহীত

রিজওয়ান এখনো পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি, আর এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে নতুন একটা ঝামেলা তৈরি হয়েছে। দেশের সেরা উইকেটকিপার-ব্যাটারদের একজন, আবার সাবেক ওয়ানডে অধিনায়ক তবু তাঁকে টি-টোয়েন্টি দলে কেন রাখা হচ্ছে না, সেটা জানতে চেয়েছেন তিনি। বোর্ডের কাছে এবার সরাসরি ব্যাখ্যাও চেয়েছেন।

‘সামা টিভি’ সহ পাকিস্তানের অনেক মিডিয়াই বলছে, রিজওয়ান চুক্তিতে সইয়ের আগে কিছু পরিষ্কার উত্তর চাইছেন। শোনা যাচ্ছে, তিনি চুক্তিতে কিছু বাড়তি শর্তও রাখতে বলেছেন, যদিও ঠিক কী চেয়েছেন, সেটা এখনো খোলাসা হয়নি।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড রিজওয়ানকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাঁর জায়গায় অধিনায়ক হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ওয়ানডেতে অধিনায়কত্ব হারানোর পর রিজওয়ান শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত মার্চে। তারপর থেকে তিনি এবং বাবর আজম দুজনেই দলের বাইরে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাবর ফিরেছেন, রিজওয়ান এখনো দলে ডাক পাননি।



নতুন কেন্দ্রীয় চুক্তিতে এবার কাউকেই ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়নি। গতবার রিজওয়ান আর বাবর দুজনই ছিলেন সেখানে, এবার নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে।

পাকিস্তানি সংবাদমাধ্যম আরও বলছে, রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে কারণ তিনি দলের স্পনসর বেটিং কোম্পানির প্রচারে রাজি হননি। আবার সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে, রিজওয়ান বাদ পড়েছেন কারণ তিনি ফিলিস্তিনের পাশে প্রকাশ্যে দাঁড়িয়েছেন। এখন পিসিবির সঙ্গে আলোচনায় কী হয়, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

উল্লেখ্য, মোহাম্মদ রিজওয়ান একজন ডান-হাতি উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে পাকিস্তান ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন, যিনি ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন। তিনি টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি তিনটি ফরম্যাটেই শতক হাঁকিয়েছেন এবং টেস্ট ক্রিকেটে তিনি সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে টি-টোয়েন্টিতে তিনি তার ধারাবাহিকতার জন্য পরিচিত এবং এই ফরম্যাটে দ্রুততম ৩০০০ রান করার রেকর্ডও গড়েছেন। রিজওয়ান পাকিস্তানের হয়ে ২০টা ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন, জিতেছেন ৯টায়, হেরেছেন ১১টায়।

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট