দেড় বছর পর আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিরল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। স্তন ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে, আর সচেতনতা বাড়াতে পাকিস্তান দল এবারই প্রথম গোলাপি জার্সি পরে মাঠে নামল। দিনটা পাকিস্তানের জন্য স্মরণীয় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি।
প্রায় ১১ মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন বাবর আজম। ম্যাচের আগে সবার আলোচনায় ছিল তাঁর একটা বড় সুযোগ আর ৯ রান করলে ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হতেন বাবর। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচেই হতাশ করলেন তিনি। দ্বিতীয় বলেই কাভারে সহজ ক্যাচ তুলে ‘ডাক’ মেরে প্যাভিলিয়নে ফিরলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
বাবরের সঙ্গে সেদিন পুরো পাকিস্তান দলও ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৫ রানে হেরে গেল তারা। তিন ম্যাচের সিরিজে এখন ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৯৪ রান। ওপেনার রিজা হেনড্রিকস ৬০, টনি ডি জর্জি ৩৩, আর জর্জ লিন্ডা করেন ৩৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি। করবিন বশ আর জর্জ লিন্ডার দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হয়ে যায় দলটা। শেষে ১৮.১ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় তারা। সাঈম আইয়ুব ৩৭ আর নেওয়াজ ৩৬ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার বশ নেন ৪ উইকেট, লিন্ডা পেলেন ৩ উইকেট। ব্যাটে-বলে অবদান রাখায় ম্যাচসেরা হন লিন্ডা।
এই জয়ে রাওয়ালপিন্ডিতে অনন্য এক ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা।এর আগে এখানে আগে ব্যাট করে কোনো দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জিততে পারেনি। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী শুক্রবার, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৯৪/৯ (হেন্ড্রিকস ৬০, লিন্ডা ৩৬, ডি জর্জি ৩৩; নেওয়াজ ৩/২৬)
পাকিস্তান: ১৩৯ (আইয়ুব ৩৭, নেওয়াজ ৩৬; বশ ৪/১৪, লিন্ডা ৩/৩১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জর্জ লিন্ডা
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/টিএ