Connect with us
ক্রিকেট

আইএল টি-টোয়েন্টিতে সাকিবের দলে তারকার ছড়াছড়ি

Shakib Al Hasan and Caribbean cricketers
সাকিব আল হাসান ও ক্যারিবিয়ান ক্রিকেটার। ছবি- সংগৃহীত

অক্টোবরের শুরুতেই আইএল টি-টোয়েন্টির ড্রাফট থেকে দল পেয়েছিলেন সাকিব আল হাসান। ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন এমআই এমিরেটস সাকিবকে কিনেছিল ৪০ হাজার মার্কিন ডলারে। এবার ওয়াইল্ডকার্ড ক্যাটাগরিতে নিকোলাস পুরান এবং কাইরন পোলার্ডও ভিড়েছেন এই দলে।

পুরান ও পোলার্ড গত মাসেই ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তার আগে গেল জুলাইয়ে এই জুটি এমআই নিউইয়র্কের হয়ে জিতেছেন মেজর লিগ ক্রিকেটের শিরোপা। এবার এই দুই ক্যারিবিয়ান তারকা খেলবেন সাকিব আল হাসানের সঙ্গে একই দলে।

এছাড়াও গত আসরের একাধিক তারকা ক্রিকেটারকে রিটেইন করে দলে ধরে রেখেছে এমআই এমিরেটস। সরাসরি চুক্তিতে কিনেছে একাধিক তারকাকে। এই দলে তেমন সব ক্রিকেটার হিসেবে থাকছেন ফজলহক ফারুকি, টম ব্যান্টন, রোমারিও শেফার্ড, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, মোহাম্মদ গাজানফার, মুহাম্মদ ওয়াসিম এবং কামিন্দু মেন্ডিস।



চলতি মাসের শুরুতে হওয়া নিলাম থেকে সবথেকে বেশি দামে আন্দ্রে ফ্লেচারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২ ডিসেম্বর পর্দা উঠবে আসন্ন আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। পরবর্তী ৪ জানুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। সাকিব ছাড়াও আমিরাতে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে শারজা ওয়ারিয়র্সে খেলবেন তাসকিন আহমেদ।

এমআই এমিরেটসের স্কোয়াড—

নিলাম থেকে: আন্দ্রে ফ্লেচার, সাকিব আল হাসান, মুহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন উল হক, নুশথুশ কেগিজে, মোহাম্মেদ শফিক, জয়েন উল আবিদিন, উসমান খান, আকিম ওগিস, আরাব গুল, তাজিন্দার ধীলন ও জাহর খান।

রিটেনশন ও সরাসরি চুক্তি: ফজলহক ফারুকি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, রোমারিও শেফার্ড, কামিন্দু মেন্ডিস, ক্রিস ওকস, মোহাম্মদ গাজানফার ও মুহাম্মদ ওয়াসিম।

ওয়াইল্ডকার্ড: কাইরন পোলার্ড ও নিকোলাস পুরান।

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট