আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড এখন মুস্তাফিজের দখলে। ১২১ ইনিংসে ১১৫১ ডট বল করে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড নিজের দখলে নিয়েছেন এই কাটার মাস্টার।
১২১ ইনিংসে বল করে ১১৫১ ডট বল করে সবচেয়ে বেশি ডট বলের মালিক বনে যাওয়া মুস্তাফিজ ১৫২ উইকেট শিকার করে হয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
মুস্তাফিজের পর সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড রয়েছে কিউয়ি পেসার টিম সাউদির দখলে। ১২৩ ইনিংসে বল করে ১১৩৮ ডট বল করা সাউদি ১৬১ উইকেট নিয়ে হয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।
১২৫ ইনিংসে ১০৭৮ ডট বল করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৫ ইনিংসে সাকিবের সংগ্রহ ১৪৮ উইকেট।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। ১০৬ ইনিংসে ১০০১ ডট বল করা রশিদ ১৭৯ উইকেট নিয়ে বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি।
তালিকায় আরো রয়েছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ, কিউয়ি স্পিনার মিশেল শান্তনার, পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি, ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।
মুস্তাফিজ, সাকিবের পাশাপাশি তালিকায় রয়েছেন আরেক বাংলাদেশী। ৮২ ইনিংসে বল করে ৮৪৯ ডট বলের মাধ্যমে তালিকার দশম স্থানে উঠে এসেছেন বাংলাদেশী পেসার তাসকিন আহামেদ।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এআই