Connect with us
ফুটবল

মেসির কাছে ম্যারাডোনার অবস্থান সবার ঊর্ধ্বে

লিওনেল মেসি ওদিয়েগো ম্যারাডোনা। ছবি- সংগৃহীত

ফুটবল সাম্রাজ্যের রাজা লিওনেল মেসি। ফুটবলে এমন কিছু নেই যা মেসি ছুঁয়ে দেখেননি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত, মেসি ছুঁয়ে দেখেছেন সবকিছুই। মেসির সকল অর্জনে অনুপ্রেরণা জাগিয়েছে দিয়েগো ম্যারাডোনা।

মেসির ফুটবল জগতে রয়েছে অসাধারণ কৌশল ও গঠনশৈলী, যা তাকে বানিয়েছে ফুটবল জগতের আইডল। তবে এই আইডলের ফুটবল ক্যারিয়ারের আদর্শ দিয়েগো ম্যারাডোনা।

গতকাল (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সাক্ষাৎকারে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন এই কিংবদন্তি। শুরুটা করেছিলেন প্রিয় কিংবদন্তির প্রশংসা করে। ম্যারাডোনাকে নিয়ে মেসি বলেন, ‘আমাদের আর্জেন্টাইনদের জন্য দিয়েগো ম্যারাডোনাই সবচেয়ে বড় আইডল। তিনি যা করেছেন, তাতে তিনিই আমাদের সর্বোচ্চ অনুপ্রেরণা। যদিও আমি ছোটবেলায় তাঁকে খুব বেশি ম্যাচে সরাসরি খেলতে দেখিনি, তবু দিয়েগো সবকিছুর ঊর্ধ্বে।’



ম্যারাডোনার পাশাপাশি মেসির সাক্ষাৎকারে মাইকেল জর্ডান, রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, লেব্রন জেমস ও স্টিফেন কারির নামও উঠে আসে। মেসি বলেছেন, ‘তাহলে দিয়েগোর মতো মাইকেল জর্ডানের ব্যাপারটাও একই। টেনিসে ফেদেরার, নাদাল ও জোকোভিচ—তাঁরা প্রতিযোগিতাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। দীর্ঘদিন ধরে সেরা হওয়ার লড়াই, তাঁদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা—সব মিলিয়ে খেলাটিকে আরও অসাধারণ করে তুলেছে।’

সাক্ষাৎকারের শেষের দিকে মেসি আগামী ফুটবল বিশ্বকাপে খেলার ইচ্ছা পোষণ করে বলেছেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই। আর যদি থাকি, তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল