Connect with us
ফুটবল

আবারও চোটাক্রান্ত দানি কারভাহাল

দানি কারভাহাল। ছবি- সংগৃহীত

গত মৌসুম থেকে চোটের মুখে দানি কারভাহাল। চোট কাটিয়ে গত রবিবার (২৬ অক্টোবর) এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে খেলতে নামেন এই রিয়াল অধিনায়ক। ২–১ ব্যবধানে ম্যাচ জয়ের পর কারভাহালকে নিয়ে হতাশাজনক সংবাদ জানায় রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না দানি। ম্যাচের ৭২তম মিনিটে ভালভার্দের পরিবর্তে মাঠে নেমে ১৯ মিনিট খেলেন তিনি। খেলাকালে কোনো সমস্যা দেখা যায়নি। তবে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে কারভাহালের হাঁটুর চোটের সংবাদ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, “রিয়াল মাদ্রিদের চিকিৎসা বিভাগের পরীক্ষার পর জানা গেছে, আমাদের অধিনায়ক দানি কারভাহালের ডান হাঁটুর জয়েন্টে একটি ঢিলে অংশ রয়েছে। কারভাহালকে এখন আর্থ্রোস্কোপি (হাঁটুর ক্ষুদ্র অস্ত্রোপচার) করাতে হবে।”

হাঁটুতে সার্জারি করাতে হবে বলে জানায় রিয়াল মাদ্রিদ, যা তাকে বছরের পরবর্তী সময়ের জন্য দল থেকে ছিটকে দিতে পারে। আগে থেকেই ডান হাঁটু চোটাক্রান্ত ছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে প্রকাশ করে,কারভাহালকে যেহেতু হাঁটুর সমস্যায় আরেকটি সার্জারির মুখোমুখি হতে হচ্ছে, তাকে মাঠের বাইরে অন্তত ১০ সপ্তাহ থাকতে হতে পারে। এর মানে ২০২৫ সালে কারভাহালকে আর মাঠে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।



নতুন করে হাঁটুর চোট দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদের জন্য। আগামী ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এরপর ১০ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে দলটি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কারভাহালের না থাকা দলের জন্য মোটেও ইতিবাচক হবে না বলে ধারণা করা যায়।

কারভাহালের ছিটকে পড়ায় দুশ্চিন্তায় রয়েছে তার জাতীয় দল স্পেনও। নভেম্বরে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে খেলতে হবে স্পেনকে। এই দুই ম্যাচে থাকবেন না কারভাহাল, যা দলের জন্য বেশ দুশ্চিন্তার।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল