বড় ধাক্কা খেল নাপোলি। দলের তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে ডান ঊরুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন। গত শনিবার ইন্টার মিলানের বিপক্ষে সেরি আ ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার পরই চোট পান বেলজিয়ান এই ফুটবলার। কিছুক্ষণ পর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ম্যাচটি ৩-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে ফেরে নাপোলি।
৩৪ বছর বয়সী ডে ব্রুইনেকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। সোমবার ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, তার স্ক্যানে গুরুতর ইনজুরি ধরা পড়েছে। কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি নাপোলি। তবে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে।
ডে ব্রুইনে গত গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি ছেড়ে ফ্রি ট্রান্সফারে যোগ দেন নাপোলিতে। ইংলিশ ক্লাবটির জার্সিতে টানা এক দশক খেলেছেন তিনি, জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা, দুটি এফএ কাপ এবং একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নতুন ক্লাব নাপোলিতে যোগ দিয়েই অভিষেক ম্যাচে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করেন এই বেলজিয়ান প্লেমেকার।
চলতি মৌসুমে সেরি আ-তে এখন পর্যন্ত আট ম্যাচে চারটি গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন তিনটি ম্যাচ।
উল্লেখ্য, ১৯৯১ সালে বেলজিয়ামের দ্রোঙ্গেনে জন্ম ডে ব্রুইনের। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনে বড় ভূমিকা ছিল তার। ক্লাব ফুটবলে তিনি খেলেছেন জার্মানির ভলফসবুর্গ, ইংল্যান্ডের চেলসি ও ম্যানচেস্টার সিটির হয়ে। ফুটবল বিশ্বে সবচেয়ে সৃজনশীল মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচিত হন তিনি। বর্তমান ক্লাব ফুটবলে তার চাহিদাই প্রমাণ করে তিনি নিজেকে কতটুকু উচ্চতায় পৌঁছে নিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/টিএ