ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তার আগে আজ (মঙ্গলবার) শেষ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাওয়ার আবেদন জমা দেওয়ার সময়। সোমবার পর্যন্ত ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স নামে মাত্র দুই দলের আবেদন জমা পড়েছে।
রাজশাহী থেকেও আবেদন করা হয়েছিল, কিন্তু পে অর্ডার না থাকায় তা গ্রহণ করা হয়নি। নতুন মালিকানায় শেষদিনে আবার আবেদন করতে পারে রাজশাহী। বাকি দলগুলোর মধ্যে সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম আজ সময় শেষ হওয়ার আগে আবেদন জমা দেবে বলে জানা গেছে। খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স পুরোনো মালিকানায়ই ফিরতে চায়।
চট্টগ্রাম থেকে আবেদন করবেন গত আসরের আলোচিত দল চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। শোনা যাচ্ছে, চট্টগ্রাম থেকে আরেকটি বড় ব্যবসায়ী গ্রুপও দল নেওয়ার আগ্রহ দেখিয়েছে। বরিশাল থেকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি।
আজ সন্ধ্যায় বসবে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানেই জানা যেতে পারে, কারা দল পাচ্ছে এবারের আসরে। সব ঠিক থাকলে ছয় দল নিয়েই অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসর।
প্রাথমিকভাবে খেলোয়াড় ড্রাফটের তারিখ ঠিক করা হয়েছে ১৭ নভেম্বর। ড্রাফট শেষে ডিসেম্বরের মাঝামাঝি মাঠে গড়াবে দেশের জনপ্রিয় টি–টোয়েন্টি টুর্নামেন্টটি।
এদিকে, দল চূড়ান্ত হলে আয়োজক প্রতিষ্ঠান আইএমজি কাজ শুরু করবে বিপিএলের আয়োজন নিয়ে। তাদের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
উল্লেখ্য, গেল আসরের বিপিএল নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাই এবারের আসরে সেই বিতর্ক এড়াতে বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে আইএমজি প্রতিষ্ঠানকে। গত আসরে সবচেয়ে বেশি আলোচিত ছিল ফ্র্যাঞ্চাইজি নিয়ে। প্লেয়ারদের পেমেন্ট পরিশোধ নিয়ে গেল বছর রাজশাহী ছিল সমালোচনার তুঙ্গে। সেজন্য এবার সেসব বিষয়ে যথেষ্ট কড়া নজরদারি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোনো বিতর্কিত কোম্পানি যাতে বিপিএল এর দল না পায় সে ব্যাপারেও কাজ করছে তারা।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/টিএ