Connect with us
ক্রিকেট

ম্যাচ শেষে শামীমকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন লিটন

শামীম পাটোয়ারী ও লিটন কুমার দাস
শামীমের সমালোচনায় অধিনায়ক লিটন। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ২৬ বলের মধ্যেই ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তখন মাত্র ৩৮ রান। এমন অবস্থায় দলের ভরসা হয়ে টিকে থাকার বদলে শামীম হোসেন পাটোয়ারি আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হয়ে যান। বিষয়টি ভালোভাবে নেননি অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে প্রকাশ্যে শামীমের ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশের বোলাররা শেষ ওভার বাদে সব মিলে ভালোই বল করেছেন। কিন্তু রভম্যান পাওয়েলের শেষ মুহূর্তের ঝড়ো ব্যাটিংয়ে তিন ছক্কায় ব্যবধান বাড়িয়ে দেয়। ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ বলে মনে করছেন লিটন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। তখন উইকেট একটু ধীর ছিল। আমরা যদি কয়েকটা দ্রুত উইকেট নিতে পারতাম, ওরা চাপে পড়ত। ১৯তম ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম, কিন্তু রভম্যান শেষের দিকে দারুণ ব্যাট করেছে। ক্রিকেটে এমন হয়, তবে আমাদের স্লগ ওভারে আরও ভালো করতে হবে।”



শামীমকে নিয়ে লিটনের কণ্ঠে স্পষ্ট হতাশা ছিলো। তিনি বলেন, “আমরা পাওয়ারপ্লেতে অনেক দ্রুত উইকেট হারিয়েছি। শামীম যেভাবে ব্যাট করেছে, আমি তাতে খুব হতাশ। ওকে বুঝতে হবে, সবসময় মারতে গেলে হবে না। কখনও কখনও দায়িত্ব নিয়ে খেলতে হবে, দলের জন্য খেলতে হয়।”

ফিল্ডিং নিয়েও মন্তব্য করেন লিটন। “শেষ ওভার বাদ দিলে আমরা মোটামুটি ভালো বল করেছি। কিন্তু ক্যাচগুলো ধরতে পারিনি। ওরা যেভাবে ক্যাচ নিয়েছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে,” বলেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ শেষ পর্যন্ত ১৬ রানে হেরে যায়। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সের কারণে এই হার যে আরও বড় হতে পারত, সেটাও স্বীকার করেছেন অধিনায়ক। এখন নজর দ্বিতীয় ম্যাচে, যেখানে ব্যাটিংয়ের এই ভুল শুধরে ফিরতে চায় দল। আগামী ২৯ অক্টোবর সিরিজ বাঁচানোর জন্য ২য় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট