Connect with us
ক্রিকেট

ব্যটারদের ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

Bangladesh begin T20 series with a defeat due to batters’ failure.
লিটনদের ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টিতে ছন্দপতন হলো বাংলাদেশের। সবশেষ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের পর এবার হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করলো টাইগাররা। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পিচেও দেড়শোর্ধ্ব রান তাড়া করে জিততে পারেনি স্বাগতিকরা। 

সোমবার (২৭ অক্টোবর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি টাইগাররা।

এদিন রানতাড়ায় নেমে ঝোড়ো শুরুর আভাস দেন তানজিদ হাসান তামিম। তবে মারকুটে ক্রিকেট খেলতে গিয়েই শুরুতেই উইকেট দিয়ে ফেরেন এই ওপেনার। দ্বিতীয় ওভারে দলের ১৬ রানের মাথায় বিদায় নেন তিনি। ৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৫ রান করে ফেরেন তিনি। চোট কাটিয়ে দলে ফেরা লিটন দাস তিনে নেমে সুবিধা করতে পারেননি। ৮ বলে ৫ রান করে বিদায় নেন তিনিও। দলের হাল ধরতে ব্যর্থ হন সাইফ হাসানও। দলের ৩৮ রানে উইকেট দিয়ে ফেরেন এই ইনফর্ম ব্যাটার। তার ব্যাটে আসে ৮ বলে ৭ রান।



Akeal Hossein was good with the ball

বল হাতে ইনফর্ম সাইফকে ফেরান আকিল হোসেন। ছবি- এএফপি 

টপ অর্ডারের ব্যর্থতার পর দলের হাল ধরার কথা ছিল মিডল অর্ডার ব্যাটারদের। তবে দলের ৭৭ রানের মধ্যেই একে একে উইকেট দিয়ে ফেরেন শামীম হোসেন (১), নুরুল হাসান (৫) ও তাওহীদ হৃদয় (২৮)। ৭৭ রানের মধ্যেই মূল ব্যাটারদের হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর নাসুম আহমেদের সঙ্গে ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে দলের জয়ের আশা জাগিয়ে রাখেন তানজিম সাকিব।

১১৭ রানের মাথায় বিদায় নেন সাকিব। সাজঘরে ফেরার আগে ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। কিছুক্ষণ পর বিদায় নেন নাসুমও। তার ব্যাটে আসে ১৩ বলে ২০ রান। তবে তখনও মাঠে ছিলেন রিশাদ। তবে তিনি ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ৩ বলে ৬ রান করে বিদায় নেন। শেষ উইকেটে মাঠে ছিলেন তাসকিন ও মুস্তাফিজ। তবে তাদের ২০ রানের জুটিতে কেবল ব্যবধান কমাতে সক্ষম হয়েছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি উইকেট শিকার করেন জেসন হোলডার ও জ্যাডেন সিলস। এছাড়া আকিল হোসেইন ২টি এবং রোমারিও শেফার্ড ও খ্যারি পিয়ের একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ ২৮ বলে ১ চার ও ৪ ছক্কার মারে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। আর রভম্যান পাওয়েল দ্বিতীয় সর্বোচ্চ ২৮ বলে ১ চার ও ৪ ছক্কার মারে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া অ্যালিক অ্যাথানেজি ৩৪ এবং ব্রান্ডন কিং ৩৩ রান করেন।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। আর রিশাদ ৪ ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ১৬৫/৩ (২০ ওভার)

বাংলাদেশ : ১৪৯/১০ (১৯.৪ ওভার)

ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট