Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান যুব সিরিজ : একনজরে পাঁচ ওয়ানডের সময়সূচি

Bangladesh-Afghanistan Youth Series: A glance at the schedule of the five ODIs
বাংলাদেশ-আফগানিস্তান যুব সিরিজের ট্রফি উন্মোচন। ছবি- বিসিবি

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এই যুব সিরিজ।

এই সিরিজের আগের দিন আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় বগুড়ায় ট্রফি উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক। আগামীকাল সকাল ৯টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

প্রথম ওয়ানডে শেষে দুইদিনের বিরতি থাকবে। ৩১ অক্টোবর একই ভেন্যুতে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর রাজশাহী পাড়ি জমাবে দুই দল। সেখানে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি তিনটি ওয়ানডে।



রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে ৩ নভেম্বর মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। এরপর দুইদিন করে বিরতি দিয়ে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

একনজরে বাংলাদেশ-আফগানিস্তান যুব সিরিজের সময়সূচি :

২৮ অক্টোবর — প্রথম ওয়ানডে — বগুড়া

৩১ অক্টোবর — দ্বিতীয় ওয়ানডে — বগুড়া

৩ নভেম্বর — তৃতীয় ওয়ানডে — রাজশাহী

৬ নভেম্বর — চতুর্থ ওয়ানডে — রাজশাহী

৯ নভেম্বর — পঞ্চম ওয়ানডে — রাজশাহী

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, সবুজ, রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল : মাহবুব খান (অধিনায়ক), উজাইরুল্লাহ নিয়াজাই, বারকাত ইব্রাহিম, ফয়সাল খান, খালিদ আহমাদ জাই, নাজিফুল্লাহ আমিরি, আজিজুল্লাহ মিয়া, ওয়াদুল্লাহ জাদরান, হাফিজুল্লাহ জাদরান, আব্দুল আজিজ খান, খাতির খান, নুরিস্তানি ওমরজাই, সালাম খান আহমাদজাই, জাইতুল্লাহ শাহীন, রুহুল্লাহ আরব ও ওসমান সাদাত।

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট