টানা ব্যর্থতায় শেষ হলো পাকিস্তান নারী ক্রিকেট দলের বিশ্বকাপ সফর। ব্যর্থতার গল্প লিখতেই যেন ২০২৫ ওয়ানডে নারী বিশ্বকাপে খেলতে গিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপ আসরে এক ম্যাচেও জয়ের মুখ দেখেনি পাকিস্তান নারী ক্রিকেট দল। দলের এমন ব্যর্থতায় কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ যেন পাকিস্তানের কাছে ব্যর্থতার সফর। ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে পরাজয় বরণ করে ফাতিমা সানার দল। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল ম্যাচ দু’টি। একটি ম্যাচেও জয়ের মুখ না দেখে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ হয় পাকিস্তান নারী ক্রিকেট দলের বিশ্বকাপ সফর।
দলের এমন ধারাবাহিক ব্যর্থতায় প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না বলে গত শনিবার (২৫ অক্টোবর) জানিয়েছে পিসিবি।
নতুন কোচের সন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে পিসিবি এবং আগামী সপ্তাহের মধ্যেই কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গত বছরের জুনে পিসিবির সঙ্গে যাত্রা শুরু করেছিলেন মোহাম্মদ ওয়াসিম। নতুন করে চুক্তি না করে পাকিস্তান নারী ক্রিকেট দলের সঙ্গে শেষ হচ্ছে মোহাম্মদ ওয়াসিমের এক বছরের যাত্রা।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/এনজি