ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হলেও সবার নজর টেস্ট অধিনায়ক কে হবেন, সেই প্রশ্নে। বোর্ড কার হাতে দেবে দায়িত্ব এই নিয়েই চলছে আলোচনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।
গতকাল সংবাদ সম্মেলনে টেস্টের অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন লিটন দাস। তাঁকে জিজ্ঞেস করা হয়, বোর্ড কি টেস্ট অধিনায়কত্ব নিয়ে তাঁর সঙ্গে কোনো কথা বলেছে? জবাবে লিটন বলেন, “আসলে এখন পর্যন্ত এই বিষয়ে আমার সঙ্গে বোর্ডের কারও কথা হয়নি। তাই কিছু বলা কঠিন। স্যাররা (বোর্ড কর্তারা) যদি মনে করেন আমি যোগ্য, তাহলে নিশ্চয়ই তারা কথা বলবেন। এরপর দেখা যাবে সিদ্ধান্ত কী হয়।”
তবে কথার মাধ্যমেই তিনি বুঝিয়ে দেন, প্রস্তাব এলে না বলবেন না। তিনি বলেন “দেখুন, একজন ক্রিকেটারের জন্য টেস্ট অধিনায়ক হওয়া আলাদা একটা অনুভূতি। এটা অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে। কিন্তু এখনো পর্যন্ত আমাকে কোনো অফার দেওয়া হয়নি,” বলেন লিটন দাস।
সব মিলিয়ে বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটা এখন দেখার বিষয়। তবে লিটনের কথায় পরিষ্কার-দায়িত্ব এলে তিনি তা নিতে প্রস্তুত।
এদিকে নাজমুল হোসেন শান্তকে টেস্ট অধিনায়কের অফার প্রদার করা হলেও তিনি তা ফিরিয়ে দেন। টেস্ট অধিনায়ক এই চাপ সামলাতে গিয়ে অনেকেই পারফরম্যান্সে ছন্দ হারান। সেজন্য নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান শান্ত।
শান্ত ছাড়াও লিটনের পাশাপাশি টেস্ট অধিনায়ক নিয়ে আলোচনায় আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তাকে নিয়েও সমালোচনার শেষ নেই। এক সময় যাকে ভবিষ্যতের সাকিব বলা হতো, এখন সেই মিরাজকেই মাঠে দেখা যাচ্ছে কিছুটা ফ্যাকাশে রূপে। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে, কিন্তু মিরাজের অধিনায়কত্ব নিয়েও নানান প্রশ্ন উঠেছে।
অন্যদিকে টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বে দলের পারফরম্যান্স তুলনামূলক ভালো। তাই তাঁকে নিয়ে সমালোচনা কম। সমালোচক ও বোর্ডের প্রথম পছন্দ তাই লিটন কুমার দাসের দিকেই।
উল্লেখ্য, বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে আলোচনা কখনোই থেমে থাকে না। দল হিসেবে চ্যালেঞ্জ অনেক, প্রত্যাশা আরও বেশি তাই নেতৃত্বের ভার নেওয়াটা সব সময়ই কঠিন কাজ। সামর্থ্যের তুলনায় প্রত্যাশা বেশি বলেই হয়তো, প্রত্যেক অধিনায়ককেই পড়তে হয় চাপের মুখে। এই চাপ সামলাতে গিয়ে অনেকেই পারফরম্যান্সে ছন্দ হারান। এখন অপেক্ষার পালা যে, কার কাঁধে পড়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব!
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/টিএ