Connect with us
ফুটবল

মায়ামি না সান্তোস-কোথায় যাবেন নেইমার

নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

নেইমারের সামনে এখন দুটি পথ। হয় তিনি থাকবেন বর্তমান ক্লাব সান্তোসে, নয়তো যোগ দেবেন মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যেখানে খেলছেন তাঁর পুরোনো দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

ফুটবলপ্রেমীদের অনেকেই চাইবেন নেইমারকে মায়ামিতে দেখতে। এতে আবারও একসঙ্গে মাঠে নামতে পারেন বার্সেলোনার সেই বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী মেসি, সুয়ারেজ ও নেইমার। তবে নেইমারের সিদ্ধান্তটা হবে তাঁর নিজের ক্যারিয়ারকে সামনে রেখে, আর সেটা নিতে হবে এ বছরের মধ্যেই।

গত জানুয়ারিতে নেইমার সৌদি আরবের আল হিলাল ছেড়ে ফিরেছিলেন নিজের শুরুর ক্লাব সান্তোসে। জাতীয় দল ও ক্লাবের হয়ে বারবার চোটে পড়ায় তাঁর পারফরম্যান্সে প্রভাব পড়ে। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো পুরোপুরি ফিট নন, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এখনো পুনর্বাসনে আছেন।



সান্তোসের অবস্থাও ভালো নয়। দলটি এখন অবনমন এড়ানোর লড়াইয়ে ব্যস্ত। ফলে মাঠে ফিরলেও নেইমারের সামনে চ্যালেঞ্জ থাকবে দলের পারফরম্যান্সের সঙ্গে তাল মেলানো।

তবু তাঁর মাথায় বড় লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপের আগে আবার আলোচনায় ফেরা। স্প্যানিশ পত্রিকা ‘দৈনিক স্পোর্ত’ জানিয়েছে, নেইমার এমন এক ক্লাবে যেতে চান, যেখানে খেলে আবার নিজের জায়গা পাকা করতে পারবেন এবং জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির নজরে আসবেন।

সমস্যা হচ্ছে, ইউরোপের বড় কোনো ক্লাব আর তাঁর প্রতি আগ্রহ দেখাচ্ছে না। ‘স্পোর্ত’-এর তথ্যমতে, “ইউরোপীয় ফুটবলের দরজা আপাতত নেইমারের জন্য বন্ধ।” আল হিলালে খেলার সময় পাওয়া গুরুতর হাঁটুর ইনজুরিই যেন তাঁর ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাড়িয়েছে। সেই চোটের পর থেকেই আগের নেইমারকে আর দেখা যাচ্ছে না।

এখন তার সামনে তাই বিকল্প দুটি-সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করে দেশে থাকা, অথবা যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া। এমএলএসে খেলার প্রতি নেইমারের আগ্রহ অনেকদিনের। সেখানকার জীবনযাপন তুলনামূলক সহজ, প্রচার-প্রসারও বেশি।

আর বড় টানটা হচ্ছে মেসি ও সুয়ারেজ। ইন্টার মায়ামির হয়ে দুজনেই খেলছেন, আর মেসি ইতিমধ্যে ক্লাবটির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেছেন। পুরোনো বন্ধুদের পাশে আবার খেলতে পারাটা নেইমারের কাছে আগ্রহের হতে পারে।

এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, “মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ লাগবে। আমরা এখনো নিয়মিত কথা বলি।”

এখন দেখা যাক, তিনি কোন পথে হাঁটেন সান্তোসে থেকে ক্যারিয়ারের শেষটা নিজের দেশে রাঙাবেন, নাকি মায়ামিতে গিয়ে পুরোনো সঙ্গীদের সঙ্গে আবার মাঠ মাতাবেন। সিদ্ধান্ত যেটাই হোক, নেইমার আজীবন রয়ে যাবেন ফুটবলের প্রেমীদের হৃদয়ে।

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল