Connect with us
ফুটবল

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জয়

Real Madrid win the first El Clásico of the season.
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

গত মৌসুমে এল ক্লাসিকোতে আধিপত্য ছিল বার্সেলোনার। লা লিগা ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে এল ক্লাসিকোতে চারবার মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। চারটি এল ক্লাসিকোতেই জয় পায় বার্সেলোনা। অবশেষে শেষ হলো বার্সার আধিপত্য। টানা চার হারের পর অবশেষে এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ। 

আজ রোববার (২৬ অক্টোবর) ২০২৫-২৬ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম। অন্যদিকে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ফারমিন লোপেজ।

সবশেষ মৌসুমে বার্সেলোনার কাছে ৪ ম্যাচে ১৬ গোল হজম করেছিল রিয়াল মাদ্রিদ। বিপরীতে তারা কেবল ৭টি গোল দিয়েছিল। তবে জয় মেলেনি এক ম্যাচেও। গত মৌসুমে মাদ্রিদ সবচেয়ে বেশি ভুগেছিল অফসাইড প্রান্তে। হ্যান্সি ফ্লিকে অফসাইড ফাঁদে পড়েই বেশ কয়েকবার গোল বঞ্চিত হয়েছিল তারা।



এবারও রিয়ালের জন্য সেই অফসাইড ফাঁদ পেতেছিল বার্সা। ম্যাচের ১২মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যেত পারতো রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনার অফসাইডের ফাদে পা দিয়ে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। তবে এর মিনিট দশেক পরেই বেলিংহামের দুর্দান্ত পাস থেকে দারুণ এক গোল করেন এমবাপ্পে। তাতে ম্যাচের ২২তম মিনিটে লিড নেয় স্বাগতিকরা।

ম্যাচের ৩৮তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় সফরকারীরা। রাশফোর্ডের পাস থেকে বল জালে পাঠিয়ে বার্সাকে সমতায় ফেরান লোপেজ। তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। এর পাঁচ মিনিট পরেই ফের লিড নেয় রিয়াল।ম্যাচের ৪৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। তবে ফের অফসাইডের ফাদে পড়ে দলটি। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরেই কিছুক্ষণ পরে লিড বাড়ানোর সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। এমবাপ্পের নেয়া শট আটকে দেন বার্সা গোলরক্ষক শেজনি।

তবে গোল আটকেও পরে আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ৯ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়। তবে অতিরিক্ত সময়েও আর গোল করতে পারেনি বার্সা। উল্টো অতিরিক্ত সময়ের দশম মিনিটে দ্বিতীয় হদুল কার্ডের কারণে লাল কার্ড দেখেন পেদ্রি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।

লা লিগায় ১০তম রাউন্ডের ম্যাচ শেষে ৯ জয় ও ১ হারে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭ জয়, ১ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল