লা লিগার সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোতে আজ (রোববার) রাতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।
প্রথমার্ধে রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম। গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন বেলিংহ্যাম। এছাড়া আরেকটি অ্যাসিস্ট করেন এদার মিলিতাও। অন্যদিকে বার্সেলোনার হয়ে মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে একমাত্র গোলটি করেছেন ফারমিন লোপেজ।
এদিন খেলতে নেমে ম্যাচের ৪ মিনিটেই বার্সেলোনার বক্সে ফাইলের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে পেনাল্টিও পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে ভিএআর শেষে পেনান্টির সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। পেনাল্টি না পেলেও ম্যাচের ১২মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যেত মাদ্রিদ। তবে বার্সেলোনার গত মৌসুমের সেই অফসাইডের ফাদে পা দিয়ে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা।
তবে এর মিনিট দশেক পরে আর কোনো ভুল করেননি এমবাপ্পে। কামাভিঙ্গার পাস থেকে বার্সেলোনার মাঝমাঠে বল পেয়ে যান বেলিংহাম। সেখান থেকে লম্বা পাসে বার্সার বক্সের দিকে বল বাড়িয়ে দেন এই মিডফিল্ডার। সেখানে বল পেয়ে যান এমবাপ্পে। তবে এবার আর অফসাইড ফ্লাগ উঠেনি আর এমবাপ্পে বল জালে জড়াতে ভুল করেননি। তাতে ম্যাচে ২২তম মিনিটে লিড নেয় স্বাগতিকরা।
এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ম্যাচের ৩৮তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় সফরকারীরা। রাশফোর্ডের পাস থেকে বল জালে পাঠিয়ে বার্সাকে সমতায় ফেরান লোপেজ। তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। এর পাঁচ মিনিট পরেই ফের লিড নেয় রিয়াল।
ম্যাচের ৪৩ মিনিটে বাঁ প্রান্তে কর্নার ফ্লাগের কাছ থেকে বার্সেলোনার বক্সে দারুণ এক ক্রস পাঠান ভিনিসিয়ুস। বক্সের ডানপাশ থেকে হেড দিয়ে গোল পোস্টের মাঝখানে বল পাঠান এদার মিলিতাও। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন বেলিংহাম। তিনি সামান্য টাচে বল পাঠান বার্সার জালে।
প্রথমার্ধের যোগ করা সময়ে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। তবে ফের অফসাইডের ফাদে পড়ে দলটি। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/বিটি