Connect with us
ক্রিকেট

চট্টগ্রামের পিচকে ‘ভালো’ বলছে ওয়েস্ট ইন্ডিজ

West Indies called the Chattogram pitch “good.”
চট্টগ্রামের পিচ নিয়ে সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ। ছবি- সংগৃহীত

মিরপুরের ধীরগতির পিচ নিয়ে আলোচনা-সমালোচনা ছিল অনেক আগে থেকেই। তবে পিচে পরিবর্তন আনার লক্ষ্যে আগের কিউরেটর বদলে সম্প্রতি নতুন কিউরেটর নিয়োগ দিয়েছে বিসিবি। তবে অল্প সময়ে পিচের আচরণে খুব বেশি পরিবর্তন আনা সম্ভব নয়। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আগের মত আচরণ করেছে মিরপুরের পিচ।

অবশ্য আগের তুলনায় এবার মিরপুরের পিচ ছিল বেশ কালো। তাছাড়া এবার উইকেটে কোনো ঘাসও ছিল না। তাই মিরপুরের পিচে এবার আরও বেশি সুবিধা পেয়েছেন স্পিনাররা। যদিও এ নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন দুই দলের খেলোয়াড়েরাই।

মিরপুরে ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে পাড়ি জমিয়েছে দুই দল। সেখানেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। চট্টগ্রামে পৌঁছে পিচ দেখেই খুশি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। প্রথম দেখাতেই চট্টগ্রামের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো মনে হয়েছে শাই হোপের।



আজ (রোববার) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিচ প্রসঙ্গে শাই হোপ বলেন, ‘এখানকার পিচ খালি চোখে দেখেই মনে হয়েছে পিচ ভালো হবে। আমি বলবো, যতবারই আমি চট্টগ্রামে খেলেছি, এটা ব্যাট করার জন্য ভালো পিচ মনে হয়েছে। তাই আমি বলবো এটা একটা ভালো উইকেট।’

মিরপুরের সঙ্গে চট্টগ্রামের কন্ডিশনের তুলনা করে হোপ বলেন, ‘এটা অবশ্যই মিরপুরের কন্ডিশন থেকে ভিন্ন। নির্দিষ্ট কন্ডিশনে খেলতে গেলে প্রতিবারই আমাদের পরিস্থিতি বিবেচনা করতে হয়। তবে কালকে দেখে মনে হয়েছে, এখানকার কন্ডিশন ঢাকার চেয়ে ভিন্ন।’

চট্টগ্রামে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের মে মাসে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। তিনটি ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট