Connect with us
ক্রিকেট

রিশাদ মিরপুরের কন্ডিশন ভালোভাবে কাজে লাগিয়েছিল : হোপ

সাই হোপ
সাই হোপ। ছবি: সংগৃহীত

মিরপুরের কালো উইকেট যেন গোলকধাঁধায় ফেলেছিল ক্যারিবিয়ান ব্যাটারদের। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের স্পিনাররাই নিয়েছে ১০ উইকেট। সিরিজ জুড়ে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ৩ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। 

টি-টোয়েন্টি সিরিজেও দলের অন্যতম ভরসার জায়গা রিসাদ। সিরিজ শুরুর আগে রিশাদকে উদাহরণ মানছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক সাই হোপ। তিনি মনে করেন ঢাকার উইকেটে রিশাদ কন্ডিশন কাজে লাগিয়ে যেভাবে পারফর্ম করেছেন ক্যারিবিয়ানরাও সেটাই অনুসরণ করবে।

আজ (রবিববার) সংবাদ সম্মেলনে হোপ বলেন, ‘কালকে যা দেখলাম, তাতে এটাকে ঢাকার চেয়ে ভিন্ন উইকেট মনে হচ্ছে। কিন্তু যেমনটা আগে বললাম, আমাদের এখনও পরিস্থিতি বিবেচনা করতে হবে। রিশাদ, সে ঢাকার কন্ডিশনটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল।’



চট্টগ্রামের উইকেট বরাবরই মিরপুরের চেয়ে বেশি ব্যাটিংবান্ধব। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি সিরিজটি নতুনভাবে শুরু করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। হোপ আশাবাদী মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেট ভিন্ন আচরণ করবে। উইকেট স্পিনবান্ধব হলেও ওয়ানডে সিরিজের শিক্ষা কাজে লাগাতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ।

হোপ বলেন, ‘ওটা (মিরপুর) স্পিনারদের জন্য সহায়ক ছিল, সে (রিশাদ) খুব ভালো জায়গায় বল ফেলে আমাদের সব ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং করে তুলেছিল। তাই ওয়ানডে সিরিজে আমাদের যে ভুলগুলো হয়েছিল, সেগুলো থেকে শিখতে হবে। আমার মনে হয় না উইকেটটা একই রকম আচরণ করবে, কিন্তু যদি করেও, আমাদের কাছে গত সিরিজের কিছু শিক্ষা তো আছেই।’

চট্টগ্রামের উইকেট নিয়ে হোপ আরও বলেন, ‘আমার দেখে তো ভালোই লাগছে। আপনি যদি দেখেন, খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে এটা ভালো। আর আমি বলবো, যতবারই আমি চট্টগ্রামে আসি, ব্যাটার হিসেবে ব্যাট করার জন্য এটা বেশ ভালো পিচ। তাই আমি বলবো এটা একটা ভালো উইকেট মনে হচ্ছে। কিন্তু আমি সবসময় যেমনটা বলি, মাঠে নেমে পরিস্থিতি বুঝতে হবে, দেখতে হবে ইনিংস যত এগোবে পিচটা কেমন আচরণ করবে।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল সাগরিকায় ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। সিরিজে তিন ম্যাচে ১২ উইকেট শিকারের পাশাপাশি ৬৫ রান করে সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন স্পিন অলরাউন্ডার রিসাদ হোসেন।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট