Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের ব্যাটারদের প্রশংসায় শাই হোপ

Shai Hope praises Bangladesh batters ahead of the T20 series.
বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা করেছেন শাই হোপ। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে শেষ ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে স্বাগতিকরা। এবারের টি-টোয়েন্টির লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। তার আগে বাংলাদেশ দলের প্রশংসায় মেতেছেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আজ (রোববার) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন শাই হোপ। তার মতে, বাংলাদেশ দল রানিং বিটুইন দ্য উইকেটে অনেক ভালো। যার প্রতিপক্ষেত ওপর অনেক চাপ তৈরি করে। তাছাড়া সাম্প্রতিক সময়ে টাইগারদের ছক্কা মারার সক্ষমতাও বেড়েছে। এই দুইয়ের সমন্বয় দলকে আরো শক্তিশালী করে তোলে বলে মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শাই হোপ বলেন, ’বাংলাদেশ দারুণ একটি দল। তারা রানিং বিটুইন দ্য উইকেটে অনেক ভালো। এর মাধ্যমে তারা প্রতিপক্ষ ফিল্ডারের ওপর চাপ তৈরি করে। তারা ক্রিজে সবসময় ব্যস্ত থাকে। আর এর সাথে যদি ছয় মারার সক্ষমতাও যোগ হয়, তাহলে এটা দলের জন্য আরও ভালো।’



ওয়েস্ট ইন্ডিজ দলে অসংখ্য পাওয়ার হিটার ব্যাটার আছেন, যারা বড় বড় ছক্কা মারতে সক্ষম। তবে ছক্কা মারার পাশাপাশি রানিং বিটুইন দ্য উইকেটেও ভালো করতে পারলে- এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে ভালো করা সম্ভব বলে মনে করেন হোপ।

সফরকারী অধিনায়ক বলেন, ‘আমাদের দলে শক্তিশালী পাওয়ার হিটার ব্যাটার আছেন। তবে আমরা যদি পাওয়ার হিটিং এবং রানিং বিটুইন দ্য উইকেটের সমন্বয় ঘটাতে পারি, আর সিংগেল গুলোকে ডাবলে কনভার্ট করতে পারি, তাহলে আমরাও তাদের মতো খেলতে পারবো।’

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। তবে শাই হোপ মাঠের পারফরম্যান্সে বিশ্বাস করেন, ‘আমাদের দলে বিশ্বমানের ব্যাটার আছে। তবে কাগজে-কলমে এগিয়ে থাকাটাই মুখ্য নয়, মাঠে কেমন পারফর্ম করছেন সেটাই মুখ্য। আমাদের দলে যতই বিশ্বমানের ব্যাটার থাকুক না কেন, আমরা জানি তারা কি করতে পারে। তবে তাদেরকে পারফরম্যান্সগুলোতে আরও ধারাবাহিক হতে হবে।’

আগামীকাল (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। একই ভেন্যুতে ২৯ ও ৩১ অক্টোবর বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট