আগামী ৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। একইসাথে ১৩ নভেম্বর বাংলাদেশ ফুটবল দলের আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের ভেন্যুও এটি।
একই সময়ে দুটি খেলার সূচি পড়ায় সংকট তৈরি হয়।গতকাল জাতীয় স্টেডিয়ামে উপদেষ্টা ও বাংলাদেশে অবস্থিত বিদেশি কুটনৈতিকদের সাথে প্রীতি ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফুটবলকে প্রাধান্য দিয়ে আরচারিকে কমলাপুর কিংবা আর্মি স্টেডিয়াম ভেন্যুতে খেলা আয়োজনের সিদ্ধান্ত জানান।
তবে আরচারি ফেডারেশন ১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে খেলার দাবি জানায়। জাতীয় ক্রীড়া পরিষদ আরচারি ফেডারেশনের দাবিতে সম্মতি দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচারি হবে। বাফুফে ও আরচারি দুই ফেডারেশনের সঙ্গে আমার কথা হয়েছে। দুই ফেডারেশন এতে সম্মত। আগামীকাল এই সংক্রান্ত চিঠি ইস্যু করবে জাতীয় ক্রীড়া পরিষদ।’
আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমরা জেনেছি ১২ নভেম্বর পর্যন্ত আমরা খেলা পরিচালনা করতে পারব। ১৩-১৪ নভেম্বর বাকি দুই দিনের খেলা আর্মি স্টেডিয়ামে আয়োজন করব। আমাদের কষ্ট হলেও ফুটবল ও ক্রীড়াঙ্গনের স্বার্থে জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
আফগানিস্তানের কোনো হোম ভেন্যু না থাকায় তাদের হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতির ফলে সিডিউল নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা আর থাকছে না।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এআই