Connect with us
ক্রিকেট

হেরে যাওয়া ম্যাচ থেকে ‘শেখা’ প্রসঙ্গে যা বললেন লিটন

What Liton said about the ‘lessons learned’ from the losing match
লিটন দাস। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ‘শেখা’ শব্দটা গভীরভাবে জড়িত। কেননা কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টে ব্যর্থতার পর ক্রিকেটার বলতে শোনা যায়, আমরা এই ম্যাচ থেকে শিক্ষা নেব কিংবা আমরা এখনো শিখছি। তবে এ নিয়ে ভিন্ন সুর শোনা গেল টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের মুখে।

আগামীকাল (সোমবার) মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন। এ সময় ‘শেখা’ প্রসঙ্গে লিটন বলেন, ‘এটা নিয়ে আমি তো কোনো দিন বলি নাই। এর উত্তর আমার কাছে নাই। আমি যদি বলতাম যে, আমরা শিখছি বা নতুন কোনো ধারাবাহিকতা তৈরি করতে চাচ্ছি, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ত আমি দিতে পারতাম।’

লিটনের মতে, প্রতিটি খেলোয়াড়ের চিন্তাভাবনা ভিন্ন। তবে চিন্তাভাবনা যেমনই হোক, সবাই আস্থার প্রতিদান দেবেন বলে বিশ্বাস করেন এই অভিজ্ঞ ব্যাটার। তিনি বলেন, ‘শেখার বিষয়ে প্রত্যেকের আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে। আমার মনে হয়, বাংলাদেশ দল অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, এই দলে অনেকেই অনেকদিন ধরে খেলছে। আমি আশা করব যে তারা সবাই প্রত্যাশার প্রতিদান দেবে।’



ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর এবার মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। মেহেদি হাসান মিরাজের ওয়ানডে দল অনেকদিন ধরেই ধুকছিলো। রি খারাপ সময়ে সিরিজ জয়টা ছিল স্বস্তির। অবশ্য টি-টোয়েন্টিতে দারুণ করছে বাংলাদেশ দল।

সবশেষ তিনটি দ্বিপাক্ষিক সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ছিল ঘরের মাটিতে। বাকি দুটি সিরিজই ছিল অ্যাওয়ে কন্ডিশনে। এবার ফের ঘরের মাঠে খেলতে নামছে টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ দেখায় ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

আগামীকাল (২৭ অক্টোবর) মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ৩১ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট