Connect with us
ক্রিকেট

শাহরুখের কেকেআরের নতুন কোচ হচ্ছেন অভিষেক নায়ার

অভিষেক নায়ার। ছবি- সংগৃহীত

গত মৌসুমে তিন বছরের চুক্তি শেষ হয়েছে চন্দ্রকান্ত পাণ্ডিতের সঙ্গে কেকেআরের। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছিল। তবে অভিজ্ঞ অভিষেক নায়ারের ওপরই ভরসা রাখতে যাচ্ছে শাহরুখ খানের কেকেআর।

অভিষেক নায়ারের ওপর কেকেআরের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ভারতীয় জাতীয় দলের সাবেক সহকারী কোচ অভিষেককে দিতে যাচ্ছে।

কিছুদিন আগে কেকেআরের প্রধান কোচ হওয়ার জন্য অভিষেক নায়ারকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কেকেআরের এক কর্মকর্তা। ২০২৪ সালের আইপিএল শিরোপা জয়ে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিষেক নায়ার। কেকেআরের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত এই কোচ ড্রেসিং রুমের পরিবেশ ও খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কে ভালো জানেন। খেলোয়াড়দের সঙ্গেও তার সম্পর্ক খুব ভালো। ফলে তাকেই প্রধান কোচ হিসেবে দলে নিতে চাচ্ছে কেকেআর। কেকেআরের সঙ্গে অভিষেক নায়ারের পূর্ব অভিজ্ঞতা দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলেই ধারণা করা হচ্ছে।



দুই পক্ষের আগ্রহ থাকলে এবং সবকিছু ঠিক থাকলে প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কেকেআর।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট