দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে এবার খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে প্রথমবারের তুলনায় খুব বেশি সাফল্য পায়নি টাইগ্রেসরা। এবারও মাত্র এক ম্যাচে জয়ের স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা।
টুর্নামেন্টে বাকি ছয় ম্যাচের মধ্যে পাঁচটাতেই হেরেছে বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে শেষ ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। এমন টুর্নামেন্টের পরেও বিশাল অঙ্কের পুরস্কারই পেতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আইসিসির কাছ থেকে তারা প্রাইজমনি হিসেবে পাচ্ছে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা পুরস্কার।
এবার প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের এক আসরে দুই ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের। তবে আগের আসরের মতো এবারও কেবল পাকিস্তানকে হারাতে পেরেছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েও তীরে এসে তরী ডুবেছে জ্যোতিদের। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জাগিয়েছিল জয়ের আশা।
ইতোমধ্যে চলমান এই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আইসিসির ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, টাইগ্রেসদের ভাগে আসছে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা। যার মধ্যে অংশগ্রহণ ফি হিসেবে আড়াই লাখ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা। এক ম্যাচ জয়ের পুরস্কার প্রায় ৪১ লাখ ৬১ হাজার টাকা। সপ্তম স্থানের পুরস্কার: ২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ৩ কোটি ৩৯ লাখ টাকা।
শুধু বাংলাদেশ নয়, প্রায় সকল দলই এবার পাচ্ছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার। কেননা এবারের ২০২৫ নারী বিশ্বকাপে আইসিসি দিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি ৩৫ লাখ টাকা। যা ২০২৩ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি টাকার বেশি), রানার্সআপ দল ২২ লাখ ২৪ হাজার ডলার (২৭ কোটি টাকার বেশি)। দুই সেমিফাইনালিস্টের জন্য বরাদ্দ ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা) করে। পঞ্চম ও ষষ্ঠ দল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড পেয়েছে ৭ লাখ ডলার করে (বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪৯ লাখ)।
ইতোমধ্যে শেষ হয়েছে চলমান নারী বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। যেখান থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিলাম ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত। আগামীকাল ২৮ অক্টোবর ও পরবর্তী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে আসরের দুই সেমিফাইনাল। আর টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এফএএস