Connect with us
ফুটবল

যেভাবে পাওয়া যাবে বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের টিকিট

Bangladesh vs India football; Hamza Choudhury
বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ। ছবি- সংগৃহীত

এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম চার ম্যাচে কোনও জয়ের দেখা পায়নি। দুই ম্যাচে ড্র ও দুটিতে হার নিয়ে টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ আগেই হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবুও ভারতের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে বিন্দুমাত্র কমতি নেই উন্মাদনা ও দর্শকদের আগ্রহের।

আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। জানা গেছে ভারত ম্যাচ ও তার আগে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও বাংলাদেশ দলের জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরীকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন।

ঘরের মাঠে বহুল কাঙ্খিত বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ নভেম্বর দুপুর ২টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম ‘কুইকেটে’। এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে খেলা দুই হোম ম্যাচের টিকিট পেতে দর্শকদের আগ্রহ ছিল নজরকাড়ার মত। ভারত ম্যাচের আগেও টিকিট প্রত্যাশীদের এমন চাপ থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।



আর হামজা চৌধুরী ও বাকি তারকাদের খেলা সরাসরি দেখতে নিঃসন্দেহে আগ্রহের কমতি থাকবে না দর্শকদের। সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বাফুফে সদস্য ইকবাল বলেছেন, ‘এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ও তার আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচেও খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ১৩ নভেম্বর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ভারতের পর বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মাঠে অ্যাওয়ে ম্যাচ রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। মূল পর্বে খেলার আশা না থাকলেও বাকি দুই ম্যাচে ভালো পারফর্মেন্স আশা করছে ভক্ত সমর্থকরা।

এবারের এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী দল গড়ার চেষ্টা করেছে বাংলাদেশ। যেখানে অন্তর্ভুক্ত করা হয় বিদেশি লিগে খেলা তারকা ফুটবলারদের। যার মধ্যে হামজা চৌধুরী অন্যতম। বড় নাম রয়েছে সামিত সোমও। এছাড়া ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদও নজর কেড়েছেন সকলের। গোছালো একটি দল নিয়ে আরও ভালো পারফর্ম উপহার দিতে চান তারা।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল