নারী ওয়ানডে বিশ্বকাপে এবার পাকিস্তানকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপরই যেন ছন্নছাড়া হয়ে পড়ে টাইগ্রেসরা। টানা পাঁচ ম্যাচে পরাজিত হয়ে প্রথম রাউট থেকেই বিদায় নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। আজ বিশ্বকাপ থেকে ফেরার আগে ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে মারুফা-রাবেয়ারা।
বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের খেলা ছয় ম্যাচের তিনটিতে জয় তুলে দিয়েছে ভারত। বাকি তিনটিতে তাদের দেখতে হয়েছে হারের মুখ। তবুও এরইমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে ভারত। প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়ার কথা জানিয়েছে তারা।
এদিকে মাত্র দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। এর আগে ভারতের বিপক্ষে ১০ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। যার মধ্যে কেবল সর্বশেষ ২০২৩ সালের সিরিজে এক ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল টাইগ্রেসরা। আরেক ম্যাচ হয়েছিল সমান রানের টাই। সেই সিরিজ থেকে অনুপ্রেরণা নিয়ে আজ মাঠে নামতে চাইবে বাংলাদেশ নারী দল।
মুম্বাইয়ে আজ রোববার বিকাল সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। চলতি টুর্নামেন্টের শুরুটা যেমন দুর্দান্তভাবে করেছিল বাংলাদেশ, চেষ্টাও তেমন জয়ে রাঙাতে চাইবে তারা। অবশ্য মাঝে তারা পরাজিত হয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কাছে।
অবশ্য সেসব ম্যাচে বেশ কিছু ছোটখাটো ভুল না করলে এবং সকল সুযোগ কাজে লাগাতে পারলে একাধিক জয় তুলে নিতে পারতো বাংলাদেশ, বলে মনে করেন অনেকে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ম্যাচে জয়ের অনেক কাছে ছিল তারা। শেষে তীরে এসে ডুবেছিল তরী। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের আশা জাগিয়ে হারতে হয় বাংলাদেশকে।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এফএএস