চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল অনেক আগেই। প্রথম দল হিসেবে সেমির টিকেট কেটেছিল তারা। অবশেষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় নিয়ে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পা রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আজ শনিবার (২৫ অক্টোবর) লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রোটিয়া মেয়েদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অজি মেয়েরা। তাতে ৭ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ছয় বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাকি এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
এদিন ইনদোরের হলকার স্টেডিয়ানে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ বলে ৩১ রানের ইনিংস খেলেন অধিনায়ক লরা উলভার্ট। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২৯ রান আসে সিনালো জাফটার ব্যাট থেকে। এছাড়া এছাড়া ২৩ বলে ১৪ রান করেন নাদিন দি ক্লার্ক। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন অ্যালানা কিং। ৭ ওভারে ২ মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন এই স্পিনার। এছাড়া একটি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার, মেগান শ্যুট ও কিম গার্থ।
জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এ ম্যাচে খেলেননি দলের নিয়মিত অধিনায়ক অ্যালিশা হিলি। তবে ওপেনিংয়ে রাঙাতে পারেননি ফোবি লিচফিল্ড। ১২ বলে ৫ রান করে ফেরেন তিনি। তবে আরেক ওপেনার জর্জিয়া ভল ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন।
তবে তিনে নেমে সুবিধা করতে পারেননি এলিস প্যারি। ৬ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন এই তারকা। তবে চারে নামা বেথ মুনি দলীয় সর্বোচ্চ ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। এছাড়া শেষদিকে নেমে ৪ বলে ১০ রান করেন অ্যানাবেল সাদারল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার পক্ষে একটি করে উইকেট শিকার করেন ম্যারিজেন ক্যাপ, দি ক্লার্ক ও মাসাবাতা ক্লাস। অবশ্য হারলেও আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ৯৭/১০ (২৪ ওভার)
অস্ট্রেলিয়া : ৯৮/৩ (১৬.৫ ওভার)
ফলাফল : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/বিটি