টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলের স্কোয়াড নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রথম দুই ম্যাচের দলে নেই। নির্বাচকদের এমন সিদ্ধান্তে অবাক অনেকে।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতেই সাইফুদ্দীন ছিলেন দুর্দান্ত। আবুধাবিতে সিরিজের তৃতীয় ম্যাচে তিন ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছিলেন তিন উইকেট। সেই ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশে তাঁর অবদানও ছিল চোখে পড়ার মতো।
তবু কেন বাদ? বিষয়টা ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তিনি বলেন, “এটা ১৫ জনের স্কোয়াড। বিশ্বকাপেও আমরা ১৫ জন নিয়েই যাব। এখন থেকেই সেই কম্বিনেশন তৈরি করছি। চারজন পেসার রাখলে কাউকে না কাউকে জায়গা ছাড়তেই হবে। সাইফউদ্দিন আপাতত প্রথম দুই ম্যাচে নেই, তবে পরের দিকে থাকতে পারে।”
অর্থাৎ, পুরোপুরি বাদ নয় তাকে চট্টগ্রামেই দলের সঙ্গে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। ততদিনে তিনি দলের অনুশীলনে পুরোপুরি প্রস্তুত থাকবেন।
এছাড়া আজ থেকেই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লং ভার্সনের খেলা। এখন এনসিএলে খেলতে গেলে পরে টি-টোয়েন্টির সাথে মানিয়ে নিতে সমস্যা হতে পারে। সেটি মাথায় রেখেই তাঁকে জাতীয় দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। আগের দিনই তিনি চট্টগ্রামে পৌঁছেছেন, সঙ্গে গেছেন আরও কয়েকজন ক্রিকেটার। বাকিরা যোগ দিয়েছেন গতকাল।
সব মিলিয়ে, সিরিজের প্রথম দুই ম্যাচে না থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিনের জন্য এখনও সুযোগ রয়েছে। টিম ম্যানেজমেন্ট তাঁকে ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ধরে রেখেছে।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় লাভ করেছে। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর জন্য ইতিমধ্যেই লিটনকে অধিনায়ক করে ১৫ সদস্যদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/টিএ