বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে আছে সর্বোচ্চ ২০০০ টাকার পর্যন্ত টিকিট।তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে আগামী ২৭ অক্টোবর।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এর সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু ওয়ানডেতে অবস্থা খুবই খারাপ বাংলাদেশের। সাদা বলের এই সংস্করণে ১৫ ম্যাচের মধ্যে কেবল ৩ ম্যাচ জিতেছে। ৭৬ রেটিং নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সম্পূর্ণ টিকিট বিক্রি হবে অনলাইনে। দর্শকেরা অনলাইনে https://www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/টিএ