কন্ডিশন বিবেচনায় ক্রিকেটে টস বড় ভূমিকা পালন করতে পারে। তবে প্রতিটা দলের ভাগ্য সবসময় প্রসন্ন হয় না। যার কারণে অধিরায়করা টসে হেরে যান প্রায়ই। বিষয়টা খুবই স্বাভাবিক। তবে একটা দল টানা কতটি ম্যাচে টস হারতে পারে বলে চিন্তা করা যায়? সেই টস হারের এমন এক রেকর্ড গড়েছে ভারত, যা গাণিতিক হিসেবে ঘটতে পারে আড়াই লাখ বারে একবার।
নেদারল্যান্ডসের টানা ১১ বার টস হারের সেই রেকর্ড অনেক আগেই ভেঙেছে ভারত। রোহিত শর্মা একাই টানা ১৫ ওয়ানডে ম্যাচে পরাজিত হয়েছে নিজের টস ভাগ্যে। তারপর ওয়ানডেতে নতুন অধিনায়ক এনেও টসের ভাগ্য ফেরাতে পারেনি দলটি। শুভমান গিল নিজেও টানা তিন ম্যাচে হেরেছে টস। এতে টানা ১৮ ওয়ানডে ম্যাচে টস হারার বিরল ঘটনা ঘটিয়েছে ভারত।
পরিসংখ্যান বলছে প্রত্যেক টসের সম্ভাবনা ৫০-৫০। আবার একটি তাসের প্যাকেট থেকে প্রতিটি তাস ওলটপালটের পর প্রথম তিনটি তাস যদি ক্রমানুসারে স্পেডের এস, কিং এবং কুইন হয়, তার সম্ভাবনা ১ লাখ ৩২ হাজার ৬০০ তে একবার। তবে এর থেকেও কঠিন সম্ভাবনা মিলিয়ে ফেলেছে ভারত। এই পরিসংখ্যান অনুযায়ী টানা ১৮ বার হারার সম্ভাবনা মাত্র ০.০০০৩৮ শতাংশ। অর্থাৎ এমন কিছু কেবল ২ লাখ ৬২ হাজারে একবার ঘটতে পারে।
টানা টস হারের রেকর্ড —
| দল | টানা টস হার | সময়কাল |
| ভারত | ১৮ | নভে ১৯, ২০২৩ – অক্টো ২৫, ২০২৫ |
| নেদারল্যান্ডস | ১১ | মার্চ ১৮, ২০১১ – অগাস্ট ২৭, ২০১৩ |
| ইংল্যান্ড | ৯ | ২০২৩, ২০১৭ এবং ২০০০–২০০২ |
| যুক্তরাষ্ট্র | ৯ | মে ২৯, ২০২২ – অগাস্ট ১৩, ২০২২ |
| ওয়েস্ট ইন্ডিজ | ৯ | ২০১১–২০১২ |
| অস্ট্রেলিয়া | ৯ | ১৯৯৮–১৯৯৯ |
ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেদিন জিতেছিল টস। তারপর থেকে আর টস ভাগ্য নিজেদের দিকে আসেনি ভারতের। তবে টস না জিতলেও ম্যাচের ভাগ্যে খুব একটা আকাল পড়েনি দলটির। এই সময়ের মধ্যে নিজেদের খেলা ১৭ ম্যাচের ১০টিতেই জিতেছে ভারত।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/এফএএস