আগেই জানা গিয়েছিল এবারের গোল্ডেন বুট উঠতে যাচ্ছে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির হাতে।ন্যাশভিল এসসির বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করে এই পুরস্কার নিশ্চিত করেছিলেন তিনি। আর প্লে-অফের প্রথম ম্যাচেই আজ ভোরে এমএলএস কতৃক নিজের সেই গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি।
শনিবার (২৫ অক্টোবর) ভোরে আজকেও ন্যাশভিল এসসির বিপক্ষে মাঠে নেমেছিল মেসি। ম্যাচের আগে মেসির হাতে ‘গোল্ডেন বুট’ তুলে দেন মেজর লিগ সকারের (এমএলএস) কমিশনার ডন গারবার। সেই সঙ্গে এরপর ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দেন এই আর্জেন্টাইন তারকা।
২০২৫ মৌসুমের এমএলএসে মেসি ২৮ ম্যাচে করেছেন সর্বোচ্চ ২৯ গোল। আর এতেই সর্বাধিক গোলের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন মেসি। এছাড়া একদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি সাক্ষর করেন এই তারকা। ফলে আরও তিন বছর এই ক্লাবেই দেখা যাবে মেসিকে। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই থাকছেন তিনি।
গোল্ডেন বুট তুলে দেওয়ার পর কমিশনার ডন গারবার বলেন, ‘আমরা কখনও ভাবিনি লিওনেল মেসি এমএলএস, এই শহর ও ক্লাবের জন্য এতটা পরিবর্তন আনবেন। তিনি লিগের গতি ও মান সম্পূর্ণ বদলে দিয়েছেন। আরও তিন বছর তাকে এখানে পাওয়া এমএলএসের জন্য এক আশীর্বাদ। তিনি ফুটবলের সবচেয়ে বড় নাম। তার খেলার ধরন, মানসিকতা ও জয়ের ক্ষুধাই তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় বানিয়েছে।’
উল্লেখ্য, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পিএসজি থেকে মায়ামিতে আসেন মেসি। এরপর থেকে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৮২ ম্যাচে খেলে তিনি করেছেন ৭১ গোল ও ৩৬টি অ্যাসিস্ট। তাঁর নেতৃত্বে দলটি জিতেছে লিগস কাপ ও এমএলএস সাপোর্টার্স’ শিল্ড। তার আগমনে মায়ামির আর্থিক অবস্থাতেও এসেছে বড় পরিবর্তন। ২০২২ সালে ক্লাবটির আয় ছিল ৫০-৬০ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় প্রায় ৩০০ মিলিয়ন ডলারে।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/এফএএস