বাংলাদেশ নারী ফুটবলে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছিলেন সাবিনা খাতুন। তবে ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের পর জাতীয় দলের বাইরেই সময় কাটছে সাবেক এই অধিনায়কের। তবে বিদেশি লিগে ভালো সময় কাটাচ্ছেন সাবিনা। আর আজ তার ৩২তম শুভ জন্মদিন।
জাতীয় দলের বাইরে থাকলেও সম্প্রতি বাকি ফুটবলারদের মতো তার সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ভুটানের ঘরোয়া লিগে। দেশের অভিজ্ঞ এই নারী ফুটবলারের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলেননি তার জাতীয় দলের সতীর্থ ঋতুপর্ণা-সুমাইয়া-মনিকারা।
ভুটানের লিগে খেলা সাবিনার পারো এফসির সতীর্থ মাতসুসিমা সুমাইয়া এক ফেসবুক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। যেখানে দুজনের এক সঙ্গে খেলার ছবি পোস্ট করে তার ক্যামশনে সুমাইয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন সাবিনা আপু! আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি! তুমি একজন মহান পরামর্শদাতা এবং তোমার প্রতিটি যাত্রায় তোমার অসীম সাফল্য কামনা করি।’
সুমাইয়া আরও লেখেন, ‘তোমার শক্তি, প্রজ্ঞা এবং নেতৃত্ব আমাদের সকলকে অনুপ্রাণিত করে! তোমার দিনটি আনন্দ, হাসি এবং তোমাকে সবচেয়ে সুখী করে তোলে এমন সবকিছুতে ভরে উঠুক। আগামী আরেকটি অসাধারণ বছরের জন্য শুভেচ্ছা, ক্যাপ্টেন!’
জাতীয় দলের আরেক সতীর্থ মনিকা চাকমা ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন সাবিনা খাতুন আপু! হাসিখুশি থাকো, অনুপ্রেরণা দিও, এবং তুমি সবসময় যেমন উজ্বল থাকো, তেমনই জ্বলজ্বল করো! তোমার যাত্রা ভালোবাসা, সাফল্য এবং অফুরন্ত আশীর্বাদে ভরে উঠুক।’
ঋতুপর্ণা চাকমা এক কথায় সাবিনাকে কিংবদন্তি আখ্যা দিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন কিংবদন্তি সাবিনা খাতুন আপু।’ ঋতুপর্ণাও সাবিনার সঙ্গে ভুটানে খেলেন পারো এফসির হয়ে। টুর্নামেন্টের চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন সাবিনা। এর আগে আসরের প্রথমার্ধ শেষে তার গোল সংখ্যা ছিল মাত্র ৯ ম্যাচে ২৬টি।
ক্রিফোস্পোর্টসের তরফ থেকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুনকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। তার নেতৃত্বেই টানা দুটি (২০২২ ও ২০২৪) সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/এফএএস