দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশেষ গোলাপি থিমের জার্সি পরে মাঠে নামবে পাকিস্তান ক্রিকেট দল।
স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির ঘোষণায় বলা হয়েছে, দিনটি উপলক্ষে গোটা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামই সাজবে গোলাপি রঙে। পিঙ্ক রিবন পাকিস্তানের সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগটি বোর্ডের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘২৮ অক্টোবর ১ম টি-টোয়েন্টি তে যখন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান; তখন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পিঙ্কে রাঙবে। এই উদ্যোগের মাধ্যমে স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য।’
এই উপলক্ষে পাকিস্তান দল বিশেষভাবে নকশা করা গোলাপি থিমের জার্সি পরবে, আর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়, আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তারা পরবেন গোলাপি রিবন। কোচিং স্টাফ, ধারাভাষ্যকার ও সম্প্রচারকরা একইভাবে গোলাপি রিবন ধারণ করবেন সচেতনতার প্রতীক হিসেবে।
ম্যাচে ব্যবহৃত স্টাম্পও থাকবে গোলাপি রঙের এবং সম্প্রচারের সময় প্রচার করা হবে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা। এ ছাড়া লাহোরের কালমা চকে অবস্থিত পিঙ্ক রিবন ব্রেস্ট ক্যান্সার ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় দর্শনার্থীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের ব্যবস্থাও থাকবে।
পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমায়ের আহমেদ সৈয়দ বলেন, ‘ক্রিকেট শুধু বিনোদনের মাধ্যম নয়, সামাজিক পরিবর্তনের অনুপ্রেরণাও বটে। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির এই অভিযানে অংশ নিতে পেরে আমরা গর্বিত। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও নিয়মিত পরীক্ষা অসংখ্য প্রাণ বাঁচাতে পারে।’
পিঙ্ক রিবনের প্রধান নির্বাহী কর্মকর্তা উমর আফতাব পিসিবির এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এই বিশেষ ম্যাচের মাধ্যমে আমাদের প্রচেষ্টায় অংশ নেওয়ার জন্য। ক্রিকেট আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে, আর আজ তা একত্রিত করছে একটি জীবনরক্ষাকারী উদ্দেশ্যে।’
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এআই